মায়ামি, ১৬ জুলাই : ইন্টার মিয়ামির চুক্তিপত্রে সই করে দিলেন লিওনেল মেসি। রবিবার ভারতীয় সময় গভীর রাতে ক্লাবের সদস্য ও সমর্থকদের সঙ্গে আর্জেন্টাইন মহাতারকার আনুষ্ঠানিক পরিচয় পর্ব। চুক্তির মেয়াদ ২০২৫-এর জুন পর্যন্ত। ক্লাব মালিক তথা প্রাক্তন তারকা ডেভিড বেকহ্যাম বলেছেন, ‘‘অবশেষে স্বপ্ন সত্যি হল। মেসি এখন ইন্টার মায়ামির।’’
আরও পড়ুন-মাঝ-আকাশে মদ্যপ যাত্রীর চড় এয়ার ইন্ডিয়ার আধিকারিককে
নতুন ক্লাবে নিজের প্রিয় ১০ নম্বর জার্সি ফিরে পাচ্ছেন মেসি। প্রসঙ্গত, পিএসজিতে তাঁকে দু’টি মরশুম খেলতে হয়েছিল ৩০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে। ইন্টার মায়ামির ১০ নম্বর জার্সি গায়ে মেসির ছবি ক্লাবের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে এক বিবৃতিতে মেসি জানিয়েছেন, ‘‘আমেরিকা ও ইন্টার মায়ামিতে ফুটবলজীবনের নতুন অধ্যায় শুরু করছি। আমি উত্তেজিত এবং রোমাঞ্চিত। আমার কাছে এটা একটা দুর্দান্ত সুযোগ। সবাই মিলে এই সুন্দর প্রকল্পকে এগিয়ে নিয়ে যাব। একসঙ্গে কাজ করে নতুন সাফল্য অর্জনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এটাই এখন আমার নতুন বাড়ি। সতীর্থদের সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছি।’’
আরও পড়ুন-চূড়ান্ত প্রশাসনিক অব্যবস্থায় ৬ কানওয়ার যাত্রীর মৃত্যু যোগীরাজ্যে
এদিকে, রবিবার রাতে মেসির পরিচয় পর্ব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ২২ হাজার ফুটবলপ্রেমী। ইন্টার মায়ামির বাকি ফুটবলাররা উপস্থিত থাকবেন সেখানে। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়কে স্বাগত জানাতে জমকালো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। শিল্পীর তালিকায় রয়েছেন শাকিরার মতো তারকা। পারফর্ম করবেন পুয়োর্তো রিকোর নামী র্যাপার ব্যাড বানি। ১৭ জুলাই মিডিয়ার মুখোমুখি হবেন মেসি। ২১ জুলাই লিগ কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে অভিষেক হবে মেসির।