উত্তরাখণ্ডে উত্তাল গঙ্গা, ধসে বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক

গতকাল ধসের ফলে জোশীমঠ-মালারি রোডের একটি ব্রিজ ভেঙে গিয়েছে। চামোলি জেলার জোশীমঠেও নদী এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে বইছে।

Must read

উত্তরাখণ্ডের (Uttarakhand) উপর দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদী (Ganga River) এবার ক্রমাগত বৃষ্টির ফলে বিপদসীমা পার করল। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও উত্তর প্রদেশে আগামী পাঁচদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর জেরে বিপদ আরও বাড়তে পারে। লাগাতার ভারী বৃষ্টির ফলে উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। তাই বন্ধ হয়ে গিয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা।

আরও পড়ুন-ইন্টার মায়ামিতে সইপর্ব শেষ মেসির

উত্তরাখণ্ড প্রশাসনের তরফে এই মর্মে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে গঙ্গা নদী বিপদসীমা পার করেছে। হরিদ্বারে পরিস্থিতি বেশ জটিল। অলকানন্দা নদীর উপরে তৈরি বাঁধ থেকে জল ছাড়া হয়েছে আর তাই জলস্তর বেড়ে গিয়েছে। কিন্তু সমস্যা হল রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।

আরও পড়ুন-মাঝ-আকাশে মদ্যপ যাত্রীর চড় এয়ার ইন্ডিয়ার আধিকারিককে

অন্যদিকে দেহরাদুন আবহাওয়া কেন্দ্রের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ, সোমবার উত্তরাখণ্ডের ১৩টি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও রাজ্যজুড়ে ভারী বৃষ্টি হয়েছে আর তাই বদ্রীনাথ হাইওয়ে সহ একাধিক জায়গায় ধস নামে। আজও নতুন করে বৃষ্টির সম্ভাবনা আছে তাই যান চলাচল ও বিদ্যুৎ সরবরাহে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। গতকাল ধসের ফলে জোশীমঠ-মালারি রোডের একটি ব্রিজ ভেঙে গিয়েছে। চামোলি জেলার জোশীমঠেও নদী এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে বইছে। পিথোরাগড় জেলাতে ধরচুলা নদী বিপদসীমা দিয়ে বইছে।

Latest article