বৃহস্পতিবার, ‘দৈনিক ভাস্কর’-এর দফতরে আয়কর হানা হয়। এর বিরোধিতা করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক এবং সংবাদমাধ্যমের উপর আক্রমণ করে গণতন্ত্রকে নিষ্ঠুরভাবে দমন করার প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলনেত্রী। ট্যুইট করে মমতা লেখেন, “নরেন্দ্র মোদিজি কোভিড পরিস্থিতি সামলাতে পারেননি এবং দেশকে ভয়াবহ মহামারী দিকে ঠেলে দিয়েছেন। দৈনিক ভাস্কর সেই খবর নির্ভীকভাবে প্রকাশ করেছিল”।
আরও পড়ুন-তীব্র বিজেপি-বিরোধী বার্তা দিতে দিল্লিতে দফায় দফায় বৈঠক করেছেন অভিষেক
সত্যের কণ্ঠ রোধ করার এই প্রতিহিংসামূলক আচরণের তীব্র বিরোধিতা করেন মমতা। তৃণমূল সুপ্রিমোর মতে, এই প্রবণতা গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে। বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত সংবাদমাধ্যমকে শক্ত হাতে লড়াইয়ের বার্তা দিয়ে এদিন তিনি লিখেছেন, “একজোট হয়ে আমরা এই একনায়কতন্ত্রকে হারিয়ে দেব”।
আরও পড়ুন-রাজ্যে রাজ্যে খেলা হবে: একুশের মঞ্চ থেকে চব্বিশের ঐক্য-বার্তা দিলেন তৃণমূলনেত্রী
এর আগেও কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরোধিতা করলেই তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করে বিজেপি সরকার। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান একুশে জুলাই-এর মঞ্চ থেকেও দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।