আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, কীভাবে জানা যাবে রেজাল্ট?

Must read

আজ, বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। দুপুর ৩টেয় আনুষ্ঠানিক ফল প্রকাশ। বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবে। রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমেই ফল দেখা যাবে।

পরীক্ষার্থীরা রেজাল্ট হাতে পাবে শুক্রবার। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও মেধাতালিকা প্রকাশিত হবে না বলে জানিয়ে দিয়েছ উচ্চ শিক্ষা সংসদ। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মোট ৯ লক্ষ।

আরও পড়ুন-তীব্র বিজেপি-বিরোধী বার্তা দিতে দিল্লিতে দফায় দফায় বৈঠক করেছেন অভিষেক

করোনা কালে এবছর বাতিল হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মেলেনি আডমিট কার্ড। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ৩টেয় আনুষ্ঠানিক ফল প্রকাশ। বিকেল ৪টে থেকে তা জানা যাবে ওয়েবসাইটে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিক্যালের নম্বরের ভিত্তিতে গড় নম্বর দেওয়া হবে। তবে এই নম্বরে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে।

আরও পড়ুন-সকালেই ‘জাগো বাংলা’ হাতে পাঠকের দরবারে তৃণমূল কর্মীরা

উচ্চ মাধ্যমিকের ফল দেখার জন্য কাউন্সিলের পক্ষ থেকে বেশ কয়েকটি ওয়েবসাইটের তালিকা প্রকাশ করা হয়েছে। সেগুলি হল

https://wbresults.nic.in/ , https://www.exametc.com/ , https://www.results.shiksha/west-bengal/wbchse/ ,
http://www.indiaresults.com/

এই ওয়েবসাইটগুলিতে লগ ইন করলে সহজেই দেখতে পাওয়া যাবে ফলাফল। এ ছাড়া এসএমএস-র মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB12 লিখে একটি স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে তা পাঠাতে হবে ৫৬০৭০ নম্বরে। তা হলে, ফোন নম্বরেই চলে আসবে বিস্তারিত ফলাফল।

Latest article