সংবাদদাতা, শিলিগুড়ি : বেঙ্গল সাফারিতে এল নতুন অতিথি। শ্বেতশুভ্র রয়্যাল বেঙ্গল বাঘিনি কিকা জন্ম দিল ফুটফুটে ব্যাঘ্রশাবক। গত ১২ জুলাই বেঙ্গল সাফারিতে ব্যাঘ্র শাবকের জন্ম হয়েছে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, শিলিগুড়ির সাফারিতে ভল্লুক থেকে বাঘের সফল প্রজনন হয়েছে। রয়্যাল বাঘিনি ও তার সন্তান সুস্থ রয়েছে। মুখ্যমন্ত্রীকে নামকরণের কথা জানাব। শিলিগুড়ি অদূরে শালুগাড়ার কাছে উত্তরবঙ্গ বন্যপ্রাণ উদ্যান সাফারির রয়্যাল বেঙ্গল পরিবারে শ্বেতবাঘিনি কিকার ফুটফুটে ব্যাঘ্রশাবকের জন্ম দেয়।
আরও পড়ুন-নালাগোলা ফাঁড়ি ভাঙচুর, পুলিশকে হেনস্থা, মালদহে উত্তেজনা, অব্যাহত বিজেপির হিংসার রাজনীতি
সাফারিতে পর্যটকদের সঙ্গে কিছুদিনের মধ্যেই দেখা হবে রয়্যাল বেঙ্গল পরিবারের নতুন সদস্যের। সাফারির রয়্যাল বেঙ্গল পরিবারে জুড়েছে আরও এক সদস্য। বেশ কিছুদিন আগেই কিকা ও রিকা দুই রয়্যাল বাঘিনির সন্তান সম্ভাবনাকে ঘিরে হইচই পড়ে যায়। সম্প্রতি ১২ জুলাই সকাল ১২-১১ নাগাদ সাফারির বনভূমিতে কিকার দুই শাবক ভূমিষ্ঠ হয়। কিকার শাবকদ্বয়ের মধ্যে একটি শাবক মৃত বলেই জানিয়েছে সাফারি কর্তৃপক্ষ। কিকা এবং সদ্যোজাত শাবকটি সুস্থ রয়েছে বলে জানান সাফারির ডিরেক্টর কমল সরকার। একই সঙ্গে বর্তমানে সাফারি পার্কে মা কিকাকে বিশেষ যত্নে রাখা হচ্ছে। খাবারে ২ কেজি করে মাংসের পরিমাণ বাড়ানো হয়েছে। আগে নিয়মিত ডায়েটে ৮ কেজি মাংস দেওয়া হলেও বর্তমানে মাংসের পরিমাণ বাড়িয়ে ১০ কেজি করা হয়েছে।