নালাগোলা ফাঁড়ি ভাঙচুর, পুলিশকে হেনস্থা, মালদহে উত্তেজনা, অব্যাহত বিজেপির হিংসার রাজনীতি

পাশাপাশি এক তৃণমূল কংগ্রেসকর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। লাগাতার হামলা-ভাঙচুর চালায় বিজেপি কর্মী-সমর্থকেরা।

Must read

সংবাদদাতা, মালদহ : বিজেপির অত্য্যাচার অব্যাহত। রাজ্য জুড়ে হিংসার পরিবেশ তৈরি করেছে বিজেপি। এই হিংসার ঘটনা বারবার প্রমাণ করে দিচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য। সম্প্রতি তিনি বলেন, রাজ্যে ৩৫৫ ধারা পরিবেশ কীভাবে তৈরি করতে হয় আমি জানি। এই মন্তব্যের পরই রাজ্য জুড়ে হিংসা বেড়েছে। সোমবার মালদহের ঘটনা তা আরও একবার প্রমাণ করে দিল।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারের সামনে সিএফসি

নালাগোলা ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর চালাল বিজেপির কর্মী-সমর্থকেরা। শুধু তাই নয়, পুলিশের উপরও চড়াও হয় তারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ফাঁড়ি চত্বরে। পাশাপাশি এক তৃণমূল কংগ্রেসকর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। লাগাতার হামলা-ভাঙচুর চালায় বিজেপি কর্মী-সমর্থকেরা। কিছু বুঝে ওঠার আগেই একদল বিজেপি কর্মী-সমর্থক ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করলেও তা কর্ণপাত করেনি বিজেপি কর্মী-সমর্থকেরা। উল্টে ফাঁড়ি ঘেরাও করা হয়।

আরও পড়ুন-সংস্থার গাফিলতিতে দুর্ঘটনায় পড়ে টাইটান

এমনকী পাকুয়াহাট পুলিশ ফাঁড়িতেও বিক্ষোভ দেখানো হয় বলে জানা গিয়েছে। যদিও বামোনগোলা থানার পুলিশ সমস্ত ঘটনা অতি তৎপরতার সঙ্গে সামাল দেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের ওপর চড়াও বিজেপি কর্মীদের এই ন্যক্কারজনক কাজে প্রশ্ন উঠেছে তবে কি বিরোধী দলনেতার উসকানিতেই বিজেপির বাহিনী এই হিংসা চালিয়ে যাচ্ছে?

Latest article