ডায়মন্ড হারবারের সামনে সিএফসি

প্রথমবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলতে নেমে ভাল শুরু করেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি

Must read

প্রতিবেদন : প্রথমবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলতে নেমে ভাল শুরু করেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। প্রথম ম্যাচে সাদার্ন সমিতিকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আর্মি রেডের সঙ্গে ড্র করে কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন ডায়মন্ড হারবার। জয়ে ফিরে পরের ম্যাচেই এফসিআই-কে চার গোলে উড়িয়ে দেয় কিবুর দল। মঙ্গলবার লিগে চতুর্থ ম্যাচ খেলতে নামছে ডায়মন্ড হারবার। সামনে ক্যালকাটা ফুটবল ক্লাব বা সিএফসি। এই ম্যাচ জিতলে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবলে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে ডায়মন্ড হারবারের।

আরও পড়ুন-সংস্থার গাফিলতিতে দুর্ঘটনায় পড়ে টাইটান

এফসিআই-এর বিরুদ্ধে বড় জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। নতুন লড়াইয়ে নামার জন্য প্রস্তুত কিবুর ছেলেরা। প্রথম একাদশে খুব বেশি পরিবর্তনের পক্ষপাতী নন কোচ কিবু। হিমাংশু প্যাটেল, রাহুল পাসওয়ান, জেরেমি, সেনা রালতেরা ভাল খেলেছেন আগের ম্যাচে। রক্ষণে ভরসা দিয়েছেন বিক্রমজিৎ, সৌরভরা।

আরও পড়ুন-তাপপ্রবাহে পুড়ছে বিশ্বের একাধিক দেশ

হিমাংশু, রাহুলরা গোল পাচ্ছেন। পরিবর্ত হিসেবে নেমে আগের ম্যাচে গোল পেয়েছেন অয়ন মণ্ডলও। ডায়মন্ড হারবার গোলের সুযোগ প্রচুর তৈরি করলেও ফিনিশিংয়ে দুর্বলতা রয়েছে। গোল নষ্টের প্রবণতা একটু হলেও চিন্তায় রাখছে স্প্যানিশ কোচকে। তাই ভাল একজন পজিটিভ বক্স স্ট্রাইকারের খোঁজে রয়েছেন কিবু।

আরও পড়ুন-মরুরাজ্যে কলেজ চত্বরে গণধর্ষণ দলিত নাবালিকাকে

ক্লাব সূত্রে খবর, আই লিগে খেলা ভিন রাজ্যের আরও চার জন ফুটবলারকে দলে নিচ্ছে ডায়মন্ড হারবার। তাঁদের মধ্যে কিবুর পছন্দের এক স্ট্রাইকার রয়েছেন বলে খবর। সঙ্গে দু’জন মিডফিল্ডার এবং একজন উইঙ্গার-কাম-স্ট্রাইকার রয়েছেন। মাঝমাঠে একজন ভাল মানের প্লে-মেকারের অভাববোধ করছে দল। যিনি খেলাটা তৈরি করার পাশাপাশি আক্রমণভাগে সাহায্য করতে পারবেন। সিএফসি মহামেডানের কাছে সাত গোল হজম করলেও ডায়মন্ড হারবার কোচ সমীহ করছেন তাদের। কিবু বলেছেন, ‘‘ওদের কয়েকজন ভাল তরুণ ফুটবলার আছে। ওরাই একমাত্র দল যারা গতবার আমাদের হারিয়েছিল। আমরা এই ম্যাচেও ভাল খেলে ৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকতে চাই।’’

Latest article