সংস্থার গাফিলতিতে দুর্ঘটনায় পড়ে টাইটান

সংশ্লিষ্ট সংস্থা ওসানগেটের গাফিলতির কারণে সাবমেরিনটি ভেঙে পড়েছিল। সাবমেরিনে ব্যবহার করা হয়েছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ প্রযুক্তি।

Must read

প্রতিবেদন : পর্যটকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করা হলেও খরচ কমাতে অত্যন্ত নিম্নমানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল সাবমেরিন টাইটানে। সে কারণেই দুর্ঘটনা। এমনটাই বিস্ফোরক দাবি করলেন নিউইয়র্কের একদল ইঞ্জিনিয়ার।

আরও পড়ুন-তাপপ্রবাহে পুড়ছে বিশ্বের একাধিক দেশ

প্রাথমিক তদন্তের পর ওই ইঞ্জিনিয়ারদের অনুমান, টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যাওয়ার আগে টাইটানের নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে খতিয়ে দেখা হয়নি। সংশ্লিষ্ট সংস্থা ওসানগেটের গাফিলতির কারণে সাবমেরিনটি ভেঙে পড়েছিল। সাবমেরিনে ব্যবহার করা হয়েছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ প্রযুক্তি। সাবমেরিনটিকে জল থেকে টেনে তোলার জন্য যে মাদারশিপ থাকে সেটিও ছিল অত্যন্ত নিম্নমানের। এমনকী, ওই সাবমেরিনে বহন ক্ষমতার থেকে বেশি পর্যটক তোলা হয়েছিল। ডুবোজাহাজ বা সাবমেরিন তৈরির জন্য যে সমস্ত নিয়মকানুন মানতে হয় টাইটানের ক্ষেত্রে তা মানা হয়নি উল্লেখ্য, গত মাসেই আটলান্টিক মহাসাগরে ৫ পর্যটক-সহ সাবমেরিন টাইটনের সলিল সমাধি হয়েছিল।

Latest article