স্মৃতিবিজড়িত ত্রিনিদাদে পা রাখল ভারতীয় দল

এদিকে, মঙ্গলবর ছিল ঈশান কিসানের ২৫তম জন্মদিন। ভারতীয় দলের পক্ষ থেকে তাঁর জন্য সারপ্রাইজ সেলিব্রেশনের ব্যবস্থা ছিল।

Must read

পোর্ট অফ স্পেন, ১৮ জুলাই : ভারতীয় ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিনের গাঁটছড়া পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদের। স্মৃতিবিজড়িত এই শহরে আবার পা রাখলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কুইন্স পার্ক ওভালে ২০ জুলাই শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসে হারিয়েছে রোহিতের দল। তিনদিনে টেস্ট শেষ হয়ে যাওয়ায় ওখানে দুটো দিন ছুটি কাটিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ডমিনিকা বিশ্বের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। সারা পৃথিবীর লোকজন সেখানে ঘুরতে যান। রোহিতরা এই দু’দিন সেটাই করেছেন। এদিক-ওদিক ঘুরেছেন।

আরও পড়ুন-জকোভিচের জরিমানা

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ’৭১-এর ওয়েস্ট ইন্ডিজ সফরে ইতিহাস গড়েছিলেন সুনীল গাভাসকর। সেই থেকে ত্রিনিদাদ ভারতীয়দের কাছে খুব আপন। ক্যালিপসোর সুরে সানিকে নিয়ে গান বেঁধেছিলেন গায়ক লর্ড রিলেটর। তাছাড়া প্রচুর ভারতীয় বংশোদ্ভূতের বাস এখানে। দ্বিতীয় টেস্টে এদের সমর্থন পাবে ভারতীয় দল। তাছাড়া এটা ব্রায়ান লারার দেশ। লারা এখন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পরামর্শদাতা। কিন্তু তিনি দায়িত্ব নিয়েও প্রথম টেস্টে দলের ভরাডুবি ঠেকাতে পারেননি।

আরও পড়ুন-অন্তর্বর্তী জামিন ব্রিজভূষণের, পিছোল নির্বাচন

ভারতীয় দল ছুটি কাটিয়ে মঙ্গলবার এখানে ফের প্র্যাকটিস শুরু করলেও আবহাওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে। ম্যাচের পাঁচদিন এখানে কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, কুইন্স পার্কে বেশ কিছুদিন কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি। ফলে উইকেট নিয়েও সংশয় রয়েছে। তবে দুটি দলই যেভাবে নিজেদের স্পিন শক্তির উপর ভরসা রাখছে, তাতে বল ঘোরার ব্যাপার থাকবে।

আরও পড়ুন-১৯৭৮ সালের পর ফের এই বছর যমুনা ছুঁল তাজ মহলের দেওয়াল

এদিকে, মঙ্গলবর ছিল ঈশান কিসানের ২৫তম জন্মদিন। ভারতীয় দলের পক্ষ থেকে তাঁর জন্য সারপ্রাইজ সেলিব্রেশনের ব্যবস্থা ছিল। বিমানবন্দরে ঈশান ও শুভমনকে ডার্ক চকোলেট কিনতে দেখা গিয়েছে। ত্রিনিদাদ টেস্টেও ঈশানই উইকেটের পিছনে দাঁড়াবেন। ডমিনিকায় প্রথম টেস্ট খেললেও ব্যাটিংয়ের তেমন সুযোগ পাননি তিনি।

 

Latest article