অন্তর্বর্তী জামিন ব্রিজভূষণের, পিছোল নির্বাচন

অসম কুস্তি সংস্থার আবেদনের ভিত্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তাদের আবেদন, কুস্তি সংস্থার নির্বাচনে ভোটাধিকার দিতে হবে

Must read

নয়াদিল্লি, ১৮ জুলাই : যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংকে ৪৮ ঘণ্টার অন্তর্বর্তী জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন পেয়েছেন ভারতীয় কুস্তি সংস্থার বিতর্কিত সভাপতি। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি। সেদিনই ঠিক হবে ব্রিজভূষণের আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হবে কিনা।

আরও পড়ুন-১৯৭৮ সালের পর ফের এই বছর যমুনা ছুঁল তাজ মহলের দেওয়াল

মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ব্রিজভূষণকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছল আদালত। নির্দিষ্ট সময়েই আদালতে পৌঁছে যান বিজেপি সাংসদ। শুনানির শুরুতেই ব্রিজভূষণের আইনজীবী আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন। দিল্লি পুলিশও জামিনের বিরোধিতা করেনি। তবে তাদের আইনজীবী জানান, কয়েকটি শর্ত মানতে হবে ব্রিজভূষণকে। যেমন এই সময়ের মধ্যে তিনি দিল্লি ছাড়তে পারবেন না। অভিযোগকারী ও তাঁদের পরিবারের কোনও সদস্যদের সঙ্গে যোগাযোগও করতে পারবেন না। শর্ত মানতে রাজি হন ব্রিজভূষণ। এর পরেই তাঁকে দু’দিনের অন্তবর্তী জামিন দেন বিচারক।

আরও পড়ুন-আগামীকাল বাইশ গজে মুখোমুখি ভারত ও পাকিস্তান, বাড়ছে স্নায়ুর চাপ

এদিকে, আরও একবার পিছিয়ে গেল সর্বভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন। ১১ জুলাই এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত করে দিল গুয়াহাটি হাইকোর্ট। অসম কুস্তি সংস্থার আবেদনের ভিত্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তাদের আবেদন, কুস্তি সংস্থার নির্বাচনে ভোটাধিকার দিতে হবে।

Latest article