আগামীকাল বাইশ গজে মুখোমুখি ভারত ও পাকিস্তান, বাড়ছে স্নায়ুর চাপ

এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সকলের মধ্যে বাড়ছে স্নায়ুর চাপ। এমার্জিং এশিয়া কাপ হতে চলেছে ৫০ ওভারের ফরম্যাটে। এই ম্যাচটি ডে-নাইট হবে।

Must read

আগামীকাল বুধবার বাইশ গজে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India Pakistan)। এমার্জিং এশিয়া কাপ (Emerging Asia cup) শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সকলের মধ্যে বাড়ছে স্নায়ুর চাপ। এমার্জিং এশিয়া কাপ হতে চলেছে ৫০ ওভারের ফরম্যাটে। এই ম্যাচটি ডে-নাইট হবে।

আরও পড়ুন-Swasthyasathi card: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কড়া পদক্ষেপ এবার রাজ্য স্বাস্থ্য দফতরের

এমার্জিং এশিয়া কাপে প্রথম দু-ম্যাচেই জিতেছে ভারত। সেমিফাইনাল নিশ্চিত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল নামছে ভারত-পাকিস্তান। প্রথম দু-ম্যাচে আরব আমিরশাহি এবং নেপালকে হারিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারানোর সঙ্গে শেষ চারও নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন-বিদেশী বান্ধবীর বহুতলের নীচে চিকিৎসকের দেহ ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য

ভারতীয় ক্রিকেট প্রেমীরাও মুখিয়ে রয়েছে এমার্জিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে। এমার্জিং এশিয়া কাপের ম্যাচগুলি ডিজিটাল মাধ্যমে দেখা যাচ্ছে ফ্যানকোড অ্যাপে। তবে ক্রিকেট প্রেমীদের জন্য আরও সুখবর রয়েছে। আগামী কাল বুধবার ভারতীয় সময় দুপুর ২টো থেকে ভারত-পাকিস্তান ম্যাচ। হাইভোল্টেজ এই ম্যাচটি ফ্যানকোড অ্যাপের পাশাপাশি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে|

Latest article