সংবাদদাতা, হাওড়া : রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে হাওড়ার ২২০ জন হাতে-হাতে নিয়োগপত্র পেলেন। মঙ্গলবার হাওড়া ধূলাগোড়ে আয়োজিত এক ‘জব ফেয়ারে’ সংশ্লিষ্ট যুবক-যুবতীদের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) জিতিন যাদব সহ উৎকর্ষ বাংলা প্রকল্পের জেলার পদস্থ কর্তারা। বিভিন্ন আইটি কোম্পানি সহ একাধিক মাল্টিন্যাশনাল কোম্পানিতে নিযুক্ত হয়েছেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন-স্নায়ুর জটিল রোগ গবেষণায় অনুদান
বুধবার থেকেই তাঁরা কাজে যোগ দেবেন। উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনস্থ প্রশিক্ষণ কেন্দ্র ধূলাগোড়ের স্টেপ টেকনিক্যাল কলেজে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের শেষে এদিনের জব ফেয়ারে যোগ দিয়েছিলেন প্রায় ৫০০ জন যুবক-যুবতী। তাঁদের ইন্টারভিউ নেওয়ার জন্য এলজি, ন্যাশনাল প্যানাসোনিক সহ ১৫টি কোম্পানির প্রতিনিধিরা হাজির ছিলেন। ইন্টারভিউয়ের শেষে ২২০ জনকে নির্বাচিত করে তাঁদের হাতে এদিনই নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
আরও পড়ুন-পরিবেশবান্ধব সবুজ বাজি তৈরিতে হবে প্রশিক্ষণ
অতিরিক্ত জেলাশাসক জিতিন যাদব জানান, ‘‘জেলার প্রতিটি ব্লকেই উৎকর্ষ বাংলার অধীনে প্রশিক্ষণ কেন্দ্র খোলা হচ্ছে। যেখানে ২৬০টি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। প্রশিক্ষণের শেষে প্রত্যেককে বিভিন্ন সংস্থার নিয়োগের সুযোগ করে দেওয়া হবে। এই জন্য প্রতি তিন মাস অন্তর বিভিন্ন জায়গায় এই ধরনের জব ফেয়ার করা হবে। যেখানে বিভিন্ন সংস্থা ইন্টারভিউয়ের মাধ্যমে যুবক-যুবতীদের নিয়োগ করা হবে।”