আগ্রায় মারধরের শিকার পর্যটক, যোগী রাজ্যে প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

গাড়িতে করে আগ্রার তাজমহল দেখতে এসেছিলেন। তাজগঞ্জের বাসাই চৌকি এলাকায় তার গাড়ির সঙ্গে সামান্য আঘাত লাগে ওই যুবকদের গাড়ির

Must read

নয়াদিল্লি (New Delhi) থেকে আগ্রায় (Agra) বেড়াতে এসেছিলেন এক পর্যটককে (Tourist)। এয়ার সেই পর্যটককে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি দোকানের ভিতরে সেই পর্যটককে লাঠি, রড দিয়ে মারধর করা হচ্ছে। প্রায় ১০ জনের বেশি যুবক হঠাৎ করেই ওই পর্যটকের ওপর হামলা চালায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অনেকেই ভিডিয়োটি ইউপি পুলিশকে ট্যাগ করে শেয়ার করেছেন এবং তাজগঞ্জ থানাকে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানান। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ৫ জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন-দিনের কবিতা

উল্লেখ্য এই পর্যটক নয়া দিল্লির বাসিন্দা। গাড়িতে করে আগ্রার তাজমহল দেখতে এসেছিলেন। তাজগঞ্জের বাসাই চৌকি এলাকায় তার গাড়ির সঙ্গে সামান্য আঘাত লাগে ওই যুবকদের গাড়ির। এরপরেই প্রায় দেড় ডজন যুবক লাঠি নিয়ে তার ওপর হামলা করে। নিজেকে বাঁচাতে একটি দোকানে ঢুকে গেলেও অভিযুক্তরা তার পিছু ছাড়েনি। দোকানে ঢুকে গিয়ে তারা লাঠি, রড দিয়ে পর্যটকের ওপর হামলা চালায়। এই সম্পূর্ণ ঘটনাটি দোকানের ভিতরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

আরও পড়ুন-মানহানির নোটিশ এবার রাজ্যপালকে

এই ঘটনার নিন্দায় সরব সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্ব। কংগ্রেসের তরফে একটি টুইট করা হয়েছে এবং সেখানে লেখা হয়, ‘দিল্লি থেকে আসা এক পর্যটককে আগ্রায় প্রায় দেড় ডজন গুন্ডা নির্মমভাবে মারধর করেছে। উত্তরপ্রদেশ বা আগ্রায় বেড়াতে আসা লোকজনকে এভাবেই স্বাগত জানানো হয়। উত্তরপ্রদেশ সরকার এবং আগ্রা প্রশাসনের কি করা উচিত? আপনি যদি আপনার জীবনের ঝুঁকি নিতে চান তবে ঘুরে আসুন, নইলে ছেড়ে দিন দেশের সামনে আইনশৃঙ্খলার কী সুন্দর চিত্র তৈরি হচ্ছে, তাই না! বাহ।’

Latest article