মানহানির নোটিশ এবার রাজ্যপালকে

প্রসঙ্গত, ওমপ্রকাশবাবু অভিযোগের লিখিত প্রতিলিপি চেয়েছিলেন রাজ্যপালের কাছে। কিন্তু তা দেওয়া হয়নি। না দেওয়ার কারণেই এবার ব্যতিক্রমী পদক্ষেপ

Must read

প্রতিবেদন : পশ্চিমবঙ্গের ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনও রাজ্যপালের বিরুদ্ধে মানহানির নোটিশ। রাজ্যপাল বোসকে মানহানির আইনি নোটিশ পাঠালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। রাজ্যপাল যে পদ্ধতিতে এবং যেভাবে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তার বিরুদ্ধেই এই নোটিশ। ওমপ্রকাশ লিখেছেন, ১ জুলাই, শনিবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ একটি ফরওয়ার্ড করা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে তদন্তের কথা জানতে পারেন।

আরও পড়ুন-দারিদ্র ও শিশুমৃত্যু কমেছে পশ্চিমবঙ্গে, স্বীকার করল কেন্দ্র

উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেই তথ্য সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে দেওয়া হয়। এই মিথ্যাচার অধ্যাপক ওমপ্রকাশের সুনাম এবং সম্মান ক্ষুণ্ণ করেছে, স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। এইভাবে কারওর সুনাম এবং পরিচিতিকে কালিমালিপ্ত করার অধিকার নেই রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের। আইনজীবী শ্রাবণী বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়ে ওমপ্রকাশবাবু চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, ৭ দিনের মধ্যে আচার্যকে এই ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন তিনি। প্রসঙ্গত, ওমপ্রকাশবাবু অভিযোগের লিখিত প্রতিলিপি চেয়েছিলেন রাজ্যপালের কাছে। কিন্তু তা দেওয়া হয়নি। না দেওয়ার কারণেই এবার ব্যতিক্রমী পদক্ষেপ।

Latest article