প্রতিবেদন: মণিপুরে দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বৃহস্পতিবার তিনি কেন্দ্রেকে কড়া ভর্ৎসনা করে বলেছেন, মণিপুরে যা ঘটেছে তা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। এটা দেশের লজ্জা। পুরো বিষয়টি সাংবিধানিক ব্যর্থতা।
আরও পড়ুন-মণিপুরের নৃশংসতা সভ্যতার লজ্জা
চন্দ্রচূড় কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে বলেন, এই ঘটনায় অপরাধীরা যেন কোনওভাবেই ছাড়া না পায় তা নিশ্চিত করুন। এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আদালতকে জানান। রাজ্য ও কেন্দ্রীয় সরকার না পারলে মণিপুরে শান্তি ফেরাতে বাধ্য হয়ে আমরাই ব্যবস্থা নেব। চন্দ্রচূড় আরও বলেন, মণিপুরের ভাইরাল ভিডিও নিয়ে আদালত উদ্বিগ্ন। ভিডিওটি আমাদের মানসিক শান্তি নষ্ট করেছে। জাতিহিংসায় নারীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংবিধানের লাঞ্ছনা চলছে। যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা অস্বস্তির। ওই ঘটনা গ্রহণযোগ্য নয়। ২৮ জুলাই পরবর্তী শুনানি।