তখন গভীর রাত। হঠাৎ করেই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল মঙ্গলাহাট (Mangalahat)। হাওড়ার (Howrah) মঙ্গলাহাট রাজ্যের বিভিন্ন জায়গার মানুষের কেনাবেচা করার জন্য বেশ গুরুত্বপূর্ণ জায়গা। পোশাক, খেলনা ও আরো অনেক সামগ্রীর হাট বসে এখানে। কাল বৃহস্পতিবা গভীর রাতে সেই হাটে আগুন লেগে যায়। পর পর দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের অন্তত ১৪টি ইঞ্জিন। রাতভর চলে আগুন নেভানোর কাজ।
আরও পড়ুন-কলকাতা রাঙা হয়েছিল রক্ত নদীতে
রাত ১২ টার একটু পরে এলাকার বাসিন্দারা আগুনের লেলিহান শিখা দেখতে পান। হাটের পাশে পুলিশ আবাসনের বাসিন্দাদের প্রথম চোখে পড়ে এই আগুনের শিখা। তাঁরা দমকল আধিকারিকদের খবর দিলে একের পর এক ইঞ্জিন আসে। এই হাটের মধ্যে ছিল অনেক বস্ত্র বিপণী।
আরও পড়ুন-ক্রলির সেঞ্চুরি, শাসন ইংল্যান্ডের
স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে জানিয়েছেন, গোটা এলাকায় খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে। ছোট ছোট দোকানগুলিতে প্রচুর জামাকাপড় ছিল। দোকানগুলি বেশিরভাগ বাঁশ ও কাঠের তৈরি হয়েছে তাই আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। দমকল সূত্রে খবর প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশে বেশ কয়েকটি প্রশাসনিক ভবন এবং দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
আরও পড়ুন-ভিন্নধারার দুই গল্পের ছবি
যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । হাওড়া ময়দান শহরের প্রাণকেন্দ্র তাই স্বাভাবিকভাবেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী যায় যদিও ঠিক কী কারণে আগুন লাগল, সেটা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ও দমকল বিভাগ।