ক্রলির সেঞ্চুরি, শাসন ইংল্যান্ডের

অস্ট্রেলিয়ার ৩১৭ রানের জবাবে টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর ৪ উইকেটে ৩৮৪। তারা এগিয়ে ৬৭ রানে।

Must read

ম্যাঞ্চেস্টার, ২০ জুলাই : ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে দাপট দেখাচ্ছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ৩১৭ রানের জবাবে টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর ৪ উইকেটে ৩৮৪। তারা এগিয়ে ৬৭ রানে।

আরও পড়ুন-ভিন্নধারার দুই গল্পের ছবি

বাজবলের আগ্রাসী মেজাজেই জবাব দিচ্ছে ইংল্যান্ড। শুরুতে মিচেল স্টার্কের বলে বেন ডাকেটের উইকেট হারালেও ওপেনার জ্যাক ক্রলির আক্রমণাত্মক সেঞ্চুরিতে ভর করে ম্যাচের রাশ নিজেদের দখলেই রেখেছে ইংল্যান্ড। হাফ সেঞ্চুরি করেছেন মইন আলি (৫৪) ও জো রুট (৮৪)। দিনের শেষ বেলায় ক্রলি ও রুটকে আউট করে লড়াইয়ে ফেরে অস্ট্রেলিয়া। অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করে ১৮৯ রানে গ্রিনের বলে বোল্ড হন ক্রলি। মাত্র ১৮২ বলে এই রান করেন তিনি। রুটকে ফেরান জস হ্যাজলউড। ক্রিজে অপরাজিত দুই ব্যাটার অধিনায়ক বেন স্টোকস (২৪) ও হ্যারি ব্রুক (১৪)। অস্ট্রেলিয়ার উদ্বেগ বাড়িয়েছে স্টার্কের চোট। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন অস্ট্রেলীয় পেসার।

Latest article