প্রতিবেদন: মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় মূল অভিযুক্তকে বুধবার থাউবাল জেলা থেকে গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্ত হুইরেম হেরোডাসের গ্রেফতারের খবর মিলতেই প্রবল জনরোষ আছড়ে পড়ে তার বাড়িতে। বৃহস্পতিবার রাতে উত্তেজিত জনতা প্রথমে অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। তারপর তারা গোটা বাড়িটাই জ্বালিয়ে দেয়।
আরও পড়ুন-মণিপুরের ভয়ঙ্কর ঘটনা জুনেই জেনেছিল জাতীয় মহিলা কমিশন, চেপে দেওয়ার চেষ্টা? উঠছে বিস্ফোরক অভিযোগ
মণিপুরের ওই নারকীয় ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এদিকে মণিপুরের ঘটনার জন্য সরাসরি মোদি সরকারকেই দায়ী করলেন সমাজকর্মী ইরম শর্মিলা চানু। শুক্রবার তিনি বলেছেন, মণিপুরের ঘটনা তাঁকে বাক্রুদ্ধ করে দিয়েছে। তিনি মানসিকভাবে বিধ্বস্ত। কেন্দ্রীয় সরকার যদি ঠিক সময়ে পদক্ষেপ করত, তবে এই কলঙ্কজনক ঘটনা ঘটত না। বৃহস্পতিবার বিকেলেই মণিপুরের এই নারী নির্যাতনের ঘটনায় বড়সড় প্রতিবাদ বিক্ষোভ হয়।