অমর্ত্য-মামলার শুনানি আঠাশে

বিশ্বভারতীর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিউড়ি জেলা আদালতে শুনানির আগে পিটিশন সিগনেচার সংগ্রহের উদ্দেশ্য পরিষ্কার

Must read

সংবাদদাতা, বীরভূম : অমর্ত্য সেনের (Amartya Sen) জমি মামলার শুনানি চলতি মাসের আঠাশে জুলাই। শুক্রবার মোট নটি বিষয়ে সওয়াল হয় দুই পক্ষের আইনজীবীর (lawyer)। অমর্ত্যর পক্ষে এদিন বিশ্বভারতীর এস্টেট অফিসার অশোক মাহাতোর বৈধতা নথির উপর জোর দেওয়া হয়। পাশাপাশি, ২০০০ সালে ১.২৫ ডেসিম্যাল জমি অমর্ত্যর পরিবারের নামে দেওয়ার আগে মাপজোকের নথি চাওয়া হয়।

আরও পড়ুন-অভিযুক্তের বাড়ি জ্বালাল ক্রুদ্ধ জনতা

বিশ্বভারতীর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিউড়ি জেলা আদালতে শুনানির আগে পিটিশন সিগনেচার সংগ্রহের উদ্দেশ্য পরিষ্কার। বিশ্ববিদ্যালয় অধ্যাপক সেনকে সম্মান করে। কিন্তু উপাচার্যর ধর্ম বিশ্বভারতীর সম্পত্তি রক্ষা করা।

Latest article