উদাসীন রেল, মালগাড়ি উল্টে জখম ৬ শ্রমিক

ফের রেলের সীমাহীন গাফিলতির ফলে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার একটি মালগাড়ির বগি লাইনচ্যুত হয়ে আহত হলেন ছয় শ্রমিক।

Must read

সংবাদদাতা, আসানসোল : ফের রেলের সীমাহীন গাফিলতির ফলে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার একটি মালগাড়ির বগি লাইনচ্যুত হয়ে আহত হলেন ছয় শ্রমিক। জামুড়িয়ার তপসি রেলওয়ে সাইডিংয়ের ঘটনা, দুপুর নাগাদ। স্পঞ্জ আয়রন কারখানার কাঁচামাল এসেছিল এই মালগাড়িটিতে। স্থানীয় শ্রমিকেরা যখন সেই ৪৩ নম্বর বগি থেকে স্পঞ্জ আয়রন খালি করছিলেন, সে সময় বগিটি হঠাৎ উল্টে যায়।

আরও পড়ুন-অমর্ত্য-মামলার শুনানি আঠাশে

সেই সময় প্রচুর শ্রমিক ওই জায়গায় কাজ করছিলেন। জনাছয়েক শ্রমিক চাপা পড়ে যান। কর্মরত অন্য শ্রমিকেরা তৎপরতার সঙ্গে তাঁদের উদ্ধার করে রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ছজনের মধ্যে তিনজনের চোখ ও অন্য অঙ্গে আঘাত গুরুতর, নাম মধু বাউড়ি, সেন্টু বাউড়ি, নকুল বাউড়ি এবং অমিত বাউড়ি। বারবার রেলের গাফিলতিতে এবং উদাসীনতায় ভয়ঙ্কর দুর্ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। মাত্র দুদিন আগেই অণ্ডালে একটি মালগাড়ির বগি আংশিকভাবে বেলাইন হয়। ফলে ঘণ্টাচারেক ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজকের এই ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি!

Latest article