কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ঘনিষ্ঠ দিনহাটার বিজেপি নেতা (BJP leader) অজয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে অসম থেকে ফেরার পথে নাকা চেকিং থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১০ই জুলাই দিনহাটার স্ট্রংরুমে ঢুকে বিতর্কে জড়িয়েছিলেন এই বিজেপি নেতা। কাউন্টিং অফিসারের সঙ্গে বচসায় জড়ান তিনি। সেই মামলা সহ আরও দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে দিনহাটার বুড়িরহাটে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার পরে তৃণমূল ও বিজেপি সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ছিলেন অজয় রায়।
আরও পড়ুন-এশিয়া কাপের ফাইনালে মহারণ, মুখোমুখি ভারত-পাকিস্তান
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ জানিয়েছেন, ‘দুটি ক্রিমিনাল মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। বাকি তদন্ত চলছে’।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই মর্মে বলেন, ‘অজয় রায় একজন গুণ্ডা, মস্তান। পুলিশ অপরাধীকে গ্রেফতার করবে এটাই স্বাভাবিক’।
আরও পড়ুন-পরতে পরতে রহস্য
প্রসঙ্গত, গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন অজয় রায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর কয়েকদিন পর অজয় রায় ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে দিনহাটা শহরের পাওয়ার হাউজ মোড়ে উদয়ন গুহের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। যদিও হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাড়িতেই ছিলেন তিনি।