বৃষ্টির দাপট দেবভূমিতে, উধাও ১০৯ জাতীয় সড়কের একাংশ

সদ্য একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে

Must read

ফের নতুন করে বৃষ্টির দাপট দেবভূমিতে। ভারী বৃষ্টিতে এবার চোখের সামনে ভেসে গেল জাতীয় সড়কের (National Highway) একটা বড় অংশ। শুক্রবার উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলায় গইরসাইন-কর্ণপ্রয়াগ ১০৯ জাতীয় সড়কের একটি অংশ বৃষ্টিতে ভেসে গেল। স্বাভাবিকভাবেই যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। দুই দিকের রাস্তাতে যান চলাচল এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন-স্ট্রংরুমে ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

পুলিশ-প্রশাসনের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, শুক্রবার সারাদিন ভারী বৃষ্টির ফলে চামোলি জেলার কালিমতির কাছে ১০৯ নম্বর জাতীয় সড়কের প্রায় ১৫ মিটার ভেঙে গিয়েছে। কর্ণপ্রয়াগ ও নৈনিতালের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

আরও পড়ুন-এশিয়া কাপের ফাইনালে মহারণ, মুখোমুখি ভারত-পাকিস্তান

সদ্য একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আর ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে ভারী বৃষ্টির ফলে রাস্তাটি ভেঙে সম্পূর্ণ ধুয়ে মুছে গিয়েছে। নীচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এছাড়া সামনে বেশ কয়েকজন পর্যটকদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আটকে গিয়েছেন তারা। কখন কিভাবে এই সমস্যার সমাধান হবে সেই নিয়ে এখনই কিছু জানা যায় নি।

 

Latest article