জিমে ২১০ কেজি বারবেল তুলতে গিয়ে মৃত্যু বিখ্যাত বডি বিল্ডার জাস্টিন ভিকির

জাস্টিন ভিকিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি

Must read

বডি বিল্ডিং (Body building) করতে গিয়েই মৃত্যু হল ইন্দোনেশিয়ার প্রখ্যাত বডি বিল্ডার জাস্টিন ভিকির (Justin Vicky) (৩৩)। ৪০০ পাউন্ড ওজনের বারবেল তোলার সময় হঠাৎ করেই সেটি তাঁর ঘাড়ের ওপর পড়ে। খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জিম যার পেশা এবং নেশা সেই জিমে ওয়ার্ক-আউট করার সময় গত ১৫ জুলাই মৃত্যু হয়েছে তার।

আরও পড়ুন-বৃষ্টির দাপট দেবভূমিতে, উধাও ১০৯ জাতীয় সড়কের একাংশ

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। স্পষ্ট করেই সেখানে দেখা গিয়েছে, জাস্টিন ভিকি প্যারাডাইস বালি জিমে তাঁর কাঁধে বারবেল নিয়ে পিছন দিক দিয়ে ওঠানোর চেষ্টা করছেন। তিনি সেটি নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। তাঁর সঙ্গে একজন স্পটার ছিলেন। তিনি ভিকিকে সাহায্য করেন। কিন্তু হঠাৎ করেই তিনি ভারসাম্য হারিয়ে ফেলে নিচে বসে পড়েন এবং সঙ্গে-সঙ্গে বারবেল ফেলে দেন। ফেলার সময় তাঁর ঘাড় দুমড়ে যায়। এরপর তিনি নিচে শুয়ে পড়েন। জানা গিয়েছে জাস্টিন ভিকি ২১০ কিলোগ্রাম ওজনের বারবেল তোলার চেষ্টা করছিলেন।

আরও পড়ুন-স্ট্রংরুমে ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

এই ঘটনার জেরে ভিকির ঘাড় ভেঙে যায়। ঘাড়ের শিরা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুস ছাড়াও সংযোগকারী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। জাস্টিন ভিকিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

 

Latest article