প্রতিবেদন: শুক্রবার ২১ জুলাইয়ের দুপুরে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বাড়ির সামনে থেকে অস্ত্র ও মাদক-সহ ধরা পড়ে নূর আমিন (Noor Amin) নামে এক ব্যক্তি। গ্রেফতারির পর শনিবার তাকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাকে ৩ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন আদালতে তোলার আগে তাকে জেরা করে পুলিশ। জেরায় ধৃত নূর আমিন (Noor Amin) পুলিশকে (Police) বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মনে করছে পুলিশ। নুর আমিনের এক মহিলা সঙ্গীরও খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। তার গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে আরও কয়েকটি অস্ত্র। জেরায় ধৃত জানিয়েছে, নিজেকে সে পুলিশ আধিকারিক বলে ভাবতো।