রাজধানী ইম্ফলে রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মহিলাদের

Must read

প্রতিবেদন : অশান্তির শেষ নেই মণিপুরে (Manipur unrest)। শুক্রবার রাত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত কয়েকটি হিংসার খবর মিলেছে। এই সমস্ত ঘটনার প্রতিবাদে শনিবার রাজধানী ইম্ফলে রাস্তা আটকে বিক্ষোভ দেখান রাজ্যের মহিলারা। পরিস্থিতি সামাল দিতে পথে নামে সেনা ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স। চলতি অশান্তির মধ্যে সামনে এসেছে আরও এক মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, ৪ মে তারিখেই রাজধানী ইম্ফলের মেইতি অধ্যুষিত কোনুং মানাং এলাকায় আরও দুই তরুণীকে গণধর্ষণ ও খুন করা হয়েছে। ইম্ফলের ওই ঘটনায় এফআইআর হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ইম্ফলে যে দুই তরুণীকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, তাঁরা দুই বোন। তাঁরা কাজের জন্য শহরে থাকতেন।

আরও পড়ুন- করমণ্ডল দুর্ঘটনার দায় রেল কর্মীদের ঘাড়ে চাপালেন রেলমন্ত্রী

শনিবার সকাল থেকেই রাজধানী ইম্ফলের (Imphal- Manipur unrest) ঘড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিপুল সংখ্যক মহিলা। ওই বিক্ষোভ সমাবেশে পুরুষরা থাকলেও মূলত মহিলারাই এর নেতৃত্ব দেন। বিক্ষোভকারীরা রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে দেন। বিক্ষোভকারীদের প্রত্যেকের হাতেই ছিল প্ল্যাকার্ড। ৪ মে দুই মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদেই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। ওই মহিলাদের হাতে বিজেপি-বিরোধী প্ল্যাকার্ডও দেখা গিয়েছে। ঘটনার জেরে রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। পাঠানো হয় সেনা বাহিনীকেও। তারা গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, ৩ মে থেকে শুরু হওয়া মণিপুরে জাতি দাঙ্গায় ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছেন ৭০ হাজারেরও বেশি মানুষ। অনেকেই অশান্তির থেকে হাত থেকে বাঁচতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। ৪-মের ঘটনার ভিডিও সামনে আসতেই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবি আরও জোরাল হয়েছে।
কুকি যুবকের মুন্ডু ঝুলছে বাঁশে: আরও এক হাড়হিম করে ঘটনার ভিডিও ভাইরাল হল মণিপুরে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, রাজ্যের বিষ্ণুপুর জেলার একটি বাড়ির সামনে বাঁশের বেড়া থেকে ঝোলানো রয়েছে একটি যুবকের কাটা মাথা। মৃত যুবকের নাম ডেভিড থিয়েক। তিনি কুকি সম্প্রদায়ভুক্ত। তবে ওই যুবকের ধড়টির হদিশ মেলেনি। ৩ জুলাই কুকি ও মেইতেইদের মধ্যে সংঘর্ষে তিনজনের প্রাণ গিয়েছিল। তার মধ্যে ডেভিড একজন।

Latest article