করমণ্ডল দুর্ঘটনার দায় রেল কর্মীদের ঘাড়ে চাপালেন রেলমন্ত্রী

Must read

প্রতিবেদন: শেষ পর্যন্ত ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার দায় চাপানো হল রেলের কর্মীদের উপরেই। রেল কর্মীদের গাফিলতির জেরেই সিগন্যাল বিভ্রাট এবং তার জেরেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Coromandel Express Train Accident) পড়ে। রাজ্যসভায় পেশ করা রিপোর্টে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কথা জানিয়েছেলেন। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানান, সিগন্যালের সমস্যার কারণেই বালেশ্বরে দুর্ঘটনার (Coromandel Express Train Accident) কবলে পড়েছিল তিনটি ট্রেন। মেরামতের সময় রেল কর্মীদের গাফিলতির কারণেই সিগন্যালিং ব্যবস্থায় অদল বদল হয়ে যায়। যার জেরে ওড়িশার বালেশ্বরে ২ জুন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেন। কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্ট উল্লেখ করেই এই তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী। উল্লেখ্য, করমণ্ডল দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ৩০০ জন যাত্রী। করমণ্ডল দুর্ঘটনায় প্রথমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অন্তর্ঘাতের তত্ত্ব সামনে আনা হয়েছিল। যে কারণে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইকে। পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করে কমিশনার অফ রেলওয়ে সেফটি। ২ জুন সবচেয়ে ভয়ঙ্কর রেল দুর্ঘটনার সাক্ষী হয়েছিলেন দেশবাসী।

আরও পড়ুন- দেশ জুড়ে বর্ষার তাণ্ডবলীলা

Latest article