জেলার প্রথম বায়োডাইভারসিটি পার্ক গড়া হবে সুতিতে

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : রাজ্য সরকারের উদ্যোগে মুর্শিদাবাদের সুতি ১ ব্লকের হাড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়াতে গড়ে উঠতে চলেছে জেলার প্রথম বায়োডাইভারসিটি পার্ক (Biodiversity park)। প্রস্তাবিত পার্কের জায়গা খতিয়ে দেখলেন রাজ্য বায়োডাইভারসিটি বোর্ডের সদস্যা সচিব তৃপ্তি সাহা, রিসার্চ অফিসার ড. অনির্বাণ রায়, সুতি ১ ব্লকের বিডিও এইচএম রিয়াজুল হক, যুগ্ম বিডিও রামপ্রসাদ সাহা, বায়োডাইভারসিটি বোর্ডের জেলা কো-অর্ডিনেটর অমিতকুমার পাণ্ডে-সহ জেলা প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘২০২০ সালে রাজ্য পরিবেশ দফতর সমস্ত জেলায় বায়োডাইভারসিটি পার্ক তৈরির পরিকল্পনা নেয়। তবে করোনাকালে পরিকল্পনাটি কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায়। তবে সব কিছু পরিকল্পনামাফিক চললে কয়েক মাসের মধ্যেই মুর্শিদাবাদে শুরু হয়ে যাবে বায়োডাইভারসিটি পার্ক তৈরির কাজ।’ বিডিও এইচএম রিয়াজুল হক বলেন, ‘প্রস্তাবিত বায়োডাইভারসিটি পার্কটি দু একর জায়গা জুড়ে তৈরি হবে। এখানে প্লট করে বিভিন্ন দুর্লভ প্রজাতির গাছ সংরক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই সমস্ত গাছ হারিয়ে না যায়।’ প্রশাসন সূত্রে জানা যায়, বায়োডাইভারসিটি পার্ক তৈরির ডিটেলস প্রজেক্ট রিপোর্ট ইতিমধ্যে রাজ্য বায়োডাইভারসিটি বোর্ডের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। শনিবার ডাঙাপাড়া গ্রামে বায়োডাইভারসিটি পার্কের (Biodiversity park) প্রস্তাবিত জমি দেখে বোর্ড সদস্যরা খুশি হন। তাঁরা প্রস্তাবিত আহিরন বিল পক্ষী অভয়ারণ্য এলাকাটিও ঘুরে দেখেন। বহুদিন ধরে আহিরন বিল ঘিরে পক্ষী অভয়ারণ্য তৈরির পরিকল্পনা জেলা প্রশাসনের। তবে বিভিন্ন কারণে তা হয়নি। বিডিও জানান, ‘আহিরন বিল পক্ষী অভয়ারণ্য এলাকা চিহ্নিত করে পাঁচিল তৈরি এবং ত্রিস্তরীয় গাছ লাগানোর জন্য আর্থিক অনুমোদন চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

আরও পড়ুন- করমণ্ডল দুর্ঘটনার দায় রেল কর্মীদের ঘাড়ে চাপালেন রেলমন্ত্রী

Latest article