প্রতিবেদন: প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার (Modi Government)। তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারীর (Deepak Adhikari) প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যেই উঠে এল সেকথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। চালু করেছিলেন হর ঘর জল প্রকল্প। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ দীপক অধিকারী (Deepak Adhikari) মোদি সরকারের কাছে জানতে চান, প্রধানমন্ত্রী ২০২৪-এর মধ্যে দেশের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার বর্তমান অবস্থা কী? উত্তরে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানান, ২০২৩ শেষ হতে আর মাত্র ৫ মাস বাকি। দেশের কয়েকটি রাজ্য ছাড়া বেশিরভাগ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ১০০ শতাংশ পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে পারেনি। এখনও পর্যন্ত বাংলায় ৩৪.২৪ শতাংশ বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুন- এই থানাকেই সেরার তকমা দেয় কেন্দ্র! মণিপুরের নারকীয় কাণ্ড ঘটে এখানেই