লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ

এদিনও শুরুটা ভাল করেন অ্যাথানেজ। টি-এর পর ভারতীয় বোলাররা যদি এই জুটি দ্রুত ভাঙতে পারেন, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ফের চাপে পড়ে যাবে

Must read

পোর্ট অফ স্পেন, ২২ জুলাই : ডমিনিকায় আত্মসমর্পণ করেছিল। তবে পোর্ট অফ স্পেনে লড়াই করার চেষ্টা চালাচ্ছেন ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারতের চারশোর বেশি রানের জবাবে তৃতীয় দিনের টি-এর সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১৭৪। ভারতের থেকে এখনও ২৬৪ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা। ক্রিজে রয়েছেন জার্মেইন ব্ল্যাকউড ও অ্যালিক অ্যাথানেজ। ব্ল্যাকউড ১৬ রানে ও অ্যাথানেজ ১৩ রানে ব্যাট করছেন।

আরও পড়ুন-সম্পূর্ণ ব্যর্থ মোদি সরকার

গতকাল ভারতের প্রথম ইনিংস ৪৩৮ রানে গুটিয়ে দেওয়ার পর, দ্বিতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮৬ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তেজনারায়ণ চন্দ্রপল (৩৩ রান) রবীন্দ্র জাদেজার শিকার হলেও, দলকে টানছিলেন ক্রেগ ব্রেথওয়েট এবং অভিষেক টেস্ট খেলতে নামা কির্ক ম্যাকেঞ্জি। এদিনও শুরুটা ভালই করেছিলেন দুই অপরাজিত ক্যারিবিয়ান ব্যাটার। তবে অভিষেক টেস্ট খেলতে নামা বাংলার মুকেশ কুমারের হাত ধরে দিনের প্রথম সফলতা পায় ভারত। মুকেশের অভিষেক টেস্ট শিকারের নাম ম্যাকেঞ্জি। ব্যক্তিগত ৩২ রানে মুকেশের বলে উইকেটের পিছনে ঈশান কিসানের হাতে ধরা পড়েন তিনি। কিন্তু এর পরেই বৃষ্টিতে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সেই সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ২ উইকেটে ১১৭।

আরও পড়ুন-এই থানাকেই সেরার তকমা দেয় কেন্দ্র! মণিপুরের নারকীয় কাণ্ড ঘটে এখানেই

বৃষ্টির কারণে সময়ের আগেই লাঞ্চ ঘোষণা করে দেওয়া হয়। এরপর খেলা ফের শুরু হলে ওয়েস্ট ইন্ডিজকে টানছিলেন ব্রেথওয়েট ও জার্মেইন ব্ল্যাকউড। বিশেষ করে, ব্রেথওয়েটকে রীতিমতো জমাট দেখাচ্ছিল। ১৭০ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ব্রেথওয়েট। যেভাবে ব্যাট করছিলেন, তাতে মনে হচ্ছিল সেঞ্চুরির আগে থামবেন না ক্যারিবিয়ান অধিনায়ক। তাঁকে ভালই সঙ্গ দিচ্ছিলেন ব্ল্যাকউডও। কিন্তু এই জুটি ভেঙে দেন অশ্বিন। তাঁর বলের ঘূর্ণিতে ঠকে বোল্ড হন ব্রেথওয়েট। তাঁর ২৩৫ বলে ৭৫ রানের ইংনিস সাজানো ছিল পাঁচটি চার ও একটি ছয় দিয়ে।

আরও পড়ুন-এই থানাকেই সেরার তকমা দেয় কেন্দ্র! মণিপুরের নারকীয় কাণ্ড ঘটে এখানেই

ব্রেথওয়েট আউট হওয়ার পর ক্রিজে আসেন অ্যালিক অ্যাথানেজ। বাঁ হাতি এই তরুণ ব্যাটারকে ক্যারিবিয়ান ক্রিকেটের ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত করেছেন ব্রায়ান লারার মতো কিংবদন্তি। ডমিনিকায় নিজের অভিষেক টেস্টে দারুণ ব্যাটিং করলেও অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছিলেন। এদিনও শুরুটা ভাল করেন অ্যাথানেজ। টি-এর পর ভারতীয় বোলাররা যদি এই জুটি দ্রুত ভাঙতে পারেন, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ফের চাপে পড়ে যাবে।

Latest article