বাড়ি ফিরে স্ত্রী ও ভাইপোকে খুনের অভিযোগ উঠল এক পুলিশকর্তার বিরুদ্ধে। তাদের খুনের পর আত্মঘাতী হন পদস্থ অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (assistant commissioner of police)। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra- Pune) পুণে শহরে। মৃত পুলিশকর্তার নাম ভরত গায়কোয়াড় (Bharat Gaikwad)।
জানা গিয়েছে, অমরাবতীর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (assistant commissioner of police) ছিলেন ভরত গায়কোয়াড়। সোমবার ভোরে বাড়ি ফিরে তিনটে নাগাদ ওই হত্যাকাণ্ড চালান বলে অভিযোগ। প্রথমে স্ত্রী মণি গায়কোয়াডের মাথায় গুলি করে খুন করেন। গুলির শব্দে ওই ঘরে ভাইপো দীপক ছুটে এলে তাঁকে লক্ষ্য করেও গুলি চালান। বুকে গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত্যু হয় স্ত্রীরও। এর পর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন পুলিশকর্তা ভরত। ওই সময় বাড়িতে থাকলেও বেঁচে গিয়েছেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের ছেলে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। পরিবারিক অশান্তির জেরেই কি খুন ? খতিয়ে দেখছেন পুলিশ।
আরও পড়ুন- মণিপুরে নারী নির্যাতনের প্রতিবাদে পথে নামল জয়হিন্দ বাহিনী