ডেঙ্গি আক্রান্ত হয়ে নাবালিকার মৃত্যু কলকাতায়

বৃহস্পতিবার জ্বর ও আরও বেশ কয়েকটি উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল তাকে। শুক্রবার থেকে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার

Must read

ডেঙ্গি (Dengue) আক্রান্তের মৃত্যুর ঘটনা এবার কলকাতায়। শহরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ১০ বছরের নাবালিকার (minor)। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিল সে। ক্রমে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শনিবার তার মৃত্যু হয়। চলতি বছরে এই প্রথম ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা কলকাতায়।

আরও পড়ুন-স্ত্রী ও ভাইপোকে খুন করে আত্মঘাতী পুলিশকর্তা!

জানা গিয়েছে, মৃতের নাম পল্লবী দে। পিকনিক গার্ডেনের বাসিন্দা ওই নাবালিকা ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ভর্তি ছিল। বৃহস্পতিবার জ্বর ও আরও বেশ কয়েকটি উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল তাকে। শুক্রবার থেকে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার। শুধু তাই নয় বেশ কিছু অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। হঠাৎ করেই ১০ হাজারের নীচে নেমে গিয়েছিল প্লেটলেট।

আরও পড়ুন-আমাদের প্রকল্প নকল করছে: মমতা বন্দ্যোপাধ্যায়

অবশেষে শনিবার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথেই মৃত্যু হয়েছে ওই নাবালিকার। মৃত্যু কারণ হিসেবে ‘সিভিয়ার ডেঙ্গি’ ও ‘মাল্ডি অর্গান ডিসফাংকশন’ দেখা গিয়েছে। বর্ষায় ডেঙ্গির প্রকোপ বাড়তেই প্রশাসনও বিষয়টিতে নজর দিয়েছে। গত বছর এ রাজ্যে ভয়াবহ আকার নিয়েছিল ডেঙ্গি। সতর্ক না হলে বিপদ বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Latest article