প্রতিবেদন: মঙ্গলাহাটে সোমবার থেকে শুরু হল ব্যবসা। তবে পোড়া অংশে নয়। ওই অংশটি বাদ দিয়ে এদিন দোকান খোলেন ব্যবসায়ীরা। বেচাকেনাও হয়েছে। তবে ধ্বংসস্তূপ না সরানোয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এদিন ব্যবসা করার সুযোগ পাননি। ব্যবসায়ীদের সংগঠনের তরফে সোমবার পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তীর সঙ্গে বৈঠক হয়। তিনি আশ্বাস দিয়েছেন ধ্বংসস্তূপ সরিয়ে আগামী সপ্তাহ থেকে যাতে ব্যবসায়ীরা ওখানে ফের ব্যবসা শুরু করতে পারেন তার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন-ইসির বৈঠকের দাবি জানিয়ে বিক্ষােভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
জেলাশাসক মুক্তা আর্য এদিন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ চলছে। খুব শীঘ্রই ওই তালিকা তৈরি হয়ে যাবে। পুর প্রশাসক জানিয়েছেন, ফরেন্সিক তদন্তকারীরা আরও কিছু নমুনা সংগ্রহ করবেন ওখান থেকে। তদন্তের স্বার্থে সিআইডি জায়গাটি ঘিরে রেখেছে। স্বভাবতই ধ্বংসস্তূপ সরানো যাচ্ছে না। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে ওই এলাকা পরিষ্কার করে ব্যবসায়ীদের নতুন করে ব্যবসা করতে পারবেন।