দুর্নীতির প্রমাণ ‘লাল ডায়েরি’ ছিনতাই রাজস্থান বিধানসভায়! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মন্ত্রীর

বেনজির কাণ্ড! বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লাল ডায়েরি ও কিছু নথিপত্র নিয়ে বিধানসভায় হাজির হয়েছিলেন বহিষ্কৃত মন্ত্রী

Must read

প্রতিবেদন : বেনজির কাণ্ড! বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লাল ডায়েরি ও কিছু নথিপত্র নিয়ে বিধানসভায় হাজির হয়েছিলেন বহিষ্কৃত মন্ত্রী। তবে বিধানসভা কক্ষেই সেই ডায়েরি ছিনতাই করে নেওয়ার অভিযোগ তুললেন রাজস্থানের সদ্য প্রাক্তন বহিষ্কৃত মন্ত্রী রাজেন্দ্র সিং হুডা।

আরও পড়ুন-পোড়া এলাকার বাইরে ব্যবসা শুরু

শুধু তাই নয়, এই ডায়েরি বিধানসভায় পেশ করার অনুমতিও দেননি স্পিকার চন্দ্রপ্রকাশ জোশী। এরপর বিধানসভার অন্দরে রাজেন্দ্র বিক্ষোভ শুরু করলে মার্শাল ডেকে তাঁকে সভার বাইরে বার করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার। উল্লেখ্য, রাজস্থানে নারী-নির্যাতন নিয়ে প্রশ্ন তোলায় শনিবার রাজেন্দ্রকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এরপর সোমবার বিধানসভায় গেহলট সরকারের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ এই লাল ডায়েরি নিয়ে হাজির হন তিনি।

আরও পড়ুন-ইসির বৈঠকের দাবি জানিয়ে বিক্ষােভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

সোমবার বিধানসভা ভবনে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর বিধানসভার বাইরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজেন্দ্র অভিযোগ করেন, বিধানসভা ভবনে তাঁর থেকে গেহলট সরকারের দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু ‘প্রমাণ’ ছিনতাই করা হয়েছে। শাসক দল কংগ্রেসের মদতেই এমনটা হয়েছে। দলের বিরুদ্ধে সারাসরি অভিযোগ তুলে রাজেন্দ্র বলেন, ২০২০ সালে রাজস্থানে সরকার বাঁচাতে কোন বিধায়ককে কত কোটি টাকা দেওয়া হয়েছিল। সে টাকা কোথা থেকে এসেছিল, সব ওই লাল ডায়েরিতে লেখা রয়েছে। সে সব হিসাব কংগ্রেসেরই নেতা ধর্মেন্দ্র রাঠোরের লেখা। যদিও গেহলট-ঘনিষ্ঠ মন্ত্রী শান্তি ধারিওয়াল সোমবার বলেন, রাজেন্দ্র মিথ্যা অভিযোগ করছেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন।

আরও পড়ুন-ট্রফি চান রোনাল্ডো

প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা ভোটে বিএসপির টিকিটে জয়ী হয়েছিলেন রাজেন্দ্র। কয়েক মাস পরে আরও পাঁচ বিএসপি বিধায়ককে নিয়ে কংগ্রেসে যোগ দিয়ে মন্ত্রী হন তিনি।

Latest article