সংবাদদাতা, নববারাকপুর : লাগামহীন বৈদ্যুতিক বিলের খরচ কমাতে স্কুলে বসল সৌরবিদ্যুৎ ইউনিট। দীর্ঘ চার বছর বাদে খড়দহ বিধানসভার বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায়, চাঁদপুর লেনিনগড় শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ে চালু হল গ্রিড কানেক্টেড সোলার সিস্টেম। বিদ্যালয়ের প্রধানশিক্ষক স্বপনকুমার রায় জানান, বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে।
আরও পড়ুন-তারকেশ্বরে প্রথম সোমবারই লক্ষাধিক ভক্তের ভিড়
প্রায় ১১০০ ছাত্রছাত্রী রয়েছে। প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হত ইলেকট্রিক বিল বাবদ। বিদ্যুৎ দফতরে ২০১৯ সালে আবেদন করা হলেও সুরাহা হয়নি। শেষে এলাকার বিধায়ক তথা মন্ত্রী শোভনদেবের উদ্যোগে রাজ্য বিকল্প শক্তি ভবনের তত্ত্বাবধানে প্রায় দশ লক্ষ টাকায় বিদ্যালয়ে ৩০টি প্লেট বসানো হয়েছে ১৮ জুলাই। কাজ শুরু হয়েছিল ১২ জুলাই। স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা ভীষণ খুশি। বিদ্যালয়ে এই গ্রিড কানেক্টেড সোলার সিস্টেমে প্রতিদিন ৩০-৪০ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হবে সূর্যালোকের উপস্থিতিতে। যা থেকে অনেকটা সাশ্রয় হবে বলে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ। নববারাকপুর পুরসভার বেশ কিছু বিদ্যালয়ে এই ধরনের সৌরবিদ্যুতের ব্যবস্থা রয়েছে।