প্রতিবেদন : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। এই বাণিজ্য সম্মেলন নিয়ে মুখ্যসচিব এইচ কে দ্বীবেদী নবান্নে সব দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন। শিল্প দফতরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, সম্মেলনে সারা দেশের প্রথম সারির শিল্প সংস্থার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দিল্লি, মুম্বই, চেন্নাই এবং চণ্ডীগড়ে রোড শো করা হবে।
আরও পড়ুন-মঙ্গলাহাটের তালিকা নিয়ে সঙ্কট
তথ্য ও সংস্কৃতি দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এ রাজ্যে সিনেমার শুটিং করার জন্য একটি নির্দিষ্ট বিধি তৈরি করে। যাতে ভিন রাজ্যের পরিচালকদের এ রাজ্যে শুটিং করতে কোনও সমস্যায় পড়তে না হয়। এছাড়া প্রত্যেক দফতরকে বলা হয়েছে সবার নিজস্ব নিজস্ব কাজের উপর আলাদা করে পলিসি তৈরি করতে হবে। প্রসঙ্গত, এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে কলকাতায় ২১ নভেম্বর। এবারের সম্মেলনের মূল থিম ছোট ক্ষুদ্র ও মাঝারি শিল্প। জেলাস্তরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাপক অগ্রগতি ঘটেছে। বিশেষ করে হাওড়া ও দুই মেদিনীপুরে। পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে দার্জিলিং থেকে তরাই-ডুয়ার্স পর্যন্ত। ভারী শিল্প স্থাপনে পুরুলিয়ার রঘুনাথপুরে শিল্পোদ্যোগীরা কাজ শুরু করেছে।