ইন্ডিয়া জোটে যুক্ত হচ্ছে পাহাড়ের বিজিপিএমও

ধর্মতলায় একুশের মঞ্চে দাঁড়িয়ে অনিত থাপা তো পরিষ্কার করেই বলেছেন, পাহাড়ে এখন আর বিজেপির কোনও জায়গা নেই।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ধরেই ইন্ডিয়াতে এবার পাহাড়ের অনিত থাপার দল। সদ্য হয়ে যাওয়া পাহাড়ের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সহ পাহাড়ের আঞ্চলিক দলগুলি ব্যাপক ভাবে পরাস্ত হয়েছে। এবার লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে পাহাড়ে শাইনিং ইন্ডিয়ার পথে এগোতে চাইছে অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)। যেভাবেই হোক তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে লোকসভা আসনটি নিজেদের দখলে রাখতে চাইছে বিজিপিএম।

আরও পড়ুন-বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি শুরু

মুখ্যমন্ত্রীর পথ ধরেই ইন্ডিয়াতে নাম লিখিয়েছে বিজিপিএম। ধর্মতলায় একুশের মঞ্চে দাঁড়িয়ে অনিত থাপা তো পরিষ্কার করেই বলেছেন, পাহাড়ে এখন আর বিজেপির কোনও জায়গা নেই। সাধারণ মানুষ বিজেপিকে পরাস্ত করেছে। লোকসভা নির্বাচনেও বিজেপি পরাস্ত হবে। থাপার দল ইতিমধ্যেই পাহাড়জুড়ে লোকসভা নির্বাচনে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার পরেই অনিত থাপা মুখ্যমন্ত্রীকে পাহাড়ে আসার আবেদন জানিয়েছেন। অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফরে আসতে পারেন বলে বিজিপিএম সূত্রেও জানা গিয়েছে। মূলত পাহাড়বাসী যে আপাতত উন্নয়নের পথে হাঁটছে তা একপ্রকার নিশ্চিত করেছেন অনিত থাপা। তাই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজিপিএম পাহাড়ে শাইনিং ইন্ডিয়ার প্রচার শুরু করে দিয়েছে। পঞ্চায়েত ভোট প্রমাণ করে দিয়েছে পাহাড় থেকে বিজেপির অস্তিত্ব বিলীন। তারা এখন অতীত হয়ে পড়ছে। পঞ্চায়েতে হারার পর বিজেপির সঙ্গ ত্যাগ করে অন্যান্য দলও।

Latest article