কোন্নগরে গড়ে উঠতে চলেছে নতুন দমকল ভবন

কোন্নগর পুরসভার অন্তর্গত জি টি রোডের ওপরেই ভগ্নদশার বাড়িটিকে দেখে ভূতুড়ে বাড়ি মনে হতে পারে। আদতে সেটি দমকলের অফিস।

Must read

সংবাদদাতা, হুগলি : বাম জমানা থেকে বেহাল একটি গুরুত্বপূর্ণ দফতরের অফিসের হাল ফিরতে চলেছে এবার। খুশি মানুষ। কোন্নগর পুরসভার অন্তর্গত জি টি রোডের ওপরেই ভগ্নদশার বাড়িটিকে দেখে ভূতুড়ে বাড়ি মনে হতে পারে। আদতে সেটি দমকলের অফিস। যাঁদের উপর মানুষের সুরক্ষার দায়িত্ব সেই দমকলকর্মীরাই দীর্ঘদিন বিপদ মাথায় করে কাজ করছেন। দীর্ঘ বাম আমলে মেরামতির কোনও উদ্যোগ নেওয়া হয়নি। শেষমেশ তৃণমূল সরকারের আমলে কোন্নগর পুরসভার সহযোগিতায় নতুন জায়গায় নতুন ভবন পেতে চলেছে দমকল। কোথাও নেমে এসেছে বটের শেকড়, তো কোথাও খুলে পড়ছে জানলা-দরজা, ছাদের বিভিন্ন জায়গা থেকে খুলে পড়ছে চাঙর। এই পরিস্থিতিতেও কাজ চালিয়ে যাচ্ছিলেন দমকলকর্মীরা।

আরও পড়ুন-ইন্ডিয়া জোটে যুক্ত হচ্ছে পাহাড়ের বিজিপিএমও

কোন্নগর পুরপ্রধান স্বপন দাস বলেন, জমিজটের কারণে দীর্ঘদিন এই দমকল অফিসটি ভগ্নপ্রায়। কোন্নগরের মানুষ হিসেবে তিনি কখনওই চান না অফিসটি অন্য কোথাও চলে যাক। এই অফিস থেকেই উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত সমস্ত জায়গার মানুষ দমকল বিভাগের সুবিধা পান। তাই এবার পুরসভার বোর্ড মিটিংয়ে সকলের সম্মতিতে স্টেশনের কাছেই হিউম পাইপ এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের একটি জমি দমকল বিভাগকে হস্তান্তর করা হয়েছে। যতদিন না নতুন বিল্ডিং হচ্ছে সেখান থেকেই দমকল কাজ চালাবে।

Latest article