জখম বালককে আর্থিক সহায়তা মন্ত্রীর

কলকাতায় মন্ত্রিসভার বৈঠক শেষ করে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ওই বালক ও বালকের পরিবারের সঙ্গে দেখা করেন সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার : নয় বছরের এক নাবালককে সাগরের রুদ্রনগরের দিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে। ওই নাবালক গুরুতর জখম হয়। এরপর স্থানীয়রা ওই নাবালককে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সাগর গ্রামীণ হাসপাতালে ওই নাবালকের অবস্থার অবনতি হওয়ায় তাকে সাগর গ্রামীণ হাসপাতাল থেকে চিকিৎসার জন্য রবিবার বিকেলে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন-কোন্নগরে গড়ে উঠতে চলেছে নতুন দমকল ভবন

এরপর ২৪ জুলাই ওই বালককে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পিজি হাসপাতালের স্থানান্তরিত করা হয়। কিন্তুু পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে, ওই বালককে তার পরিবারের লোকজন চিকিৎসা করাতে পারেননি, পিজি হাসপাতাল থেকে ওই বালককে তার পরিবারের লোকজন ট্রেনে করে বাড়িতে নিয়ে আসেন, তাঁদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে কলকাতার পিজি হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে বাড়ি নিয়ে আসার জন্য পয়সা নেই। তাই তাঁরা ট্রেনে করে ওই বালককে বাড়ি নিয়ে এসেছেন।

আরও পড়ুন-ইন্ডিয়া জোটে যুক্ত হচ্ছে পাহাড়ের বিজিপিএমও

এরপর ওই ঘটনার খবর শুনে কলকাতায় মন্ত্রিসভার বৈঠক শেষ করে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ওই বালক ও বালকের পরিবারের সঙ্গে দেখা করেন সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ওই বালকের চিকিৎসার পুরো খরচের দায়িত্ব নেন। মন্ত্রী সাহায্য বাড়িয়ে দেওয়ায় আপ্লুত তার পরিবার। মন্ত্রী বলেছেন, শুধু আর্থিক সহায়তাই নয়, প্রয়োজনে আরও ভাল চিকিৎসার ব্যবস্থাও করবেন তিনি। বলা যেতে পারে, মন্ত্রীর এই উদ্যোগ নিঃসন্দেহে এক মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে।

Latest article