তৃণমূল করার দায়ে জমির ধানবীজ নষ্ট করল বিজেপি

ঘটনাটি গোঘাট এক নম্বর ব্লকের বায়ুগ্রামে। ক্ষতিগ্রস্ত তৃণমূল কর্মীর নাম অশোক বাগ। গত পঞ্চায়েত নির্বাচনে বায়ুগ্রামের বুথে বিজেপি জয়লাভ করে।

Must read

সংবাদদাতা, হুগলি : ভোট মিটে যাওয়ার পরও বিরোধী দলগুলো, বিশেষত বিজেপি হিংসার রাজনীতি করে চলেছে। এবার তাদের লক্ষ্য আরামবাগ মহকুমার গোঘাট। এবার হাতে না মেরে ভাতে মারার চেষ্টা এক তৃণমুল পরিবারকে। অভিযোগের তির সরাসরি বিজেপির দিকেই। প্রায় পাঁচ-ছয় বিঘা জমির ধানবীজ নষ্ট করার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। রাতের অন্ধকারে ধানজমির বীজে আগাছা মারার ওষুধ দিয়ে দেওয়া হয়। ফলে পুরো ধানবীজ নষ্ট হয়ে যায়। মাথায় হাত পড়ে ওই তৃণমূল পরিবারের।

আরও পড়ুন-জখম বালককে আর্থিক সহায়তা মন্ত্রীর

ঘটনাটি গোঘাট এক নম্বর ব্লকের বায়ুগ্রামে। ক্ষতিগ্রস্ত তৃণমূল কর্মীর নাম অশোক বাগ। গত পঞ্চায়েত নির্বাচনে বায়ুগ্রামের বুথে বিজেপি জয়লাভ করে। ভোটের সময় অশোক তৃণমূলের হয়ে প্রচারে অংশ নেন। সেই আক্রোশেই বিজেপির এই কাজ। অশোকের অভিযোগ, তৃণমূল করার জন্যই ভাতে মারার চেষ্টা করছে বিজেপি। তাই আগাছা মারা বিষ দিয়ে ধানবীজ নষ্ট করে দিয়েছে। গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি বিজয় রায় বলেন, অশোক বহুদিনের পুরনো কর্মী। দলীয় ভাবে তদন্ত করে দেখি, ঘটনাটি সত্য। থানায় জানানো হবে। এই ঘটনায় নিন্দার ঝড় মহকুমা জুড়ে।

Latest article