বর্ষার মরশুমে দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে চোখের সংক্রমণ কনজাংটিভাইটিস। শিশু থেকে বৃদ্ধ সকলেই আক্রান্ত হচ্ছেন এই রোগে। দেশের একাধিক রাজ্যে বেড়েই চলেছে কনজাংটিভাইটিসের প্রকোপ। অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশে কনজাংটিভাইটিসের সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মঙ্গলবার থেকে আগামী পাঁচদিন সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইটানগর প্রশাসন।
আরও পড়ুন-অধ্যবসায়ের জোরে ভিক্ষুক থেকে সফল মাছ-ব্যবসায়ী
২৯ জুলাই পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লংডিং জেলা প্রশাসনও। ঘরে থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। কনজাংটিভাইটিসের সংক্রমণ কমাতেই প্রশাসনের এই সিদ্ধান্ত। অরুণাচলের পাশাপাশি দিল্লি, গুজরাত এবং উত্তর-পূর্বের আরও বেশ কয়েকটি রাজ্যেও কনজাংটিভাইটিসের প্রকোপ বাড়ছে। এই রোগ প্রাণঘাতী না হলেও খুবই সংক্রামক। আক্রান্তদের বেশ কয়েকদিন চোখের কষ্টে ভুগতে হয়। তাই এই রোগের প্রকোপ ঠেকাতেই আপাতত ২৯ জুলাই পর্যন্ত অরুণাচলে বিভিন্ন জেলায় স্কুল বন্ধের নির্দেশ।