মণিপুরের ঘটনায় নীরব কেন্দ্র, প্রতিবাদে শামিল গোটা রাজ্য,গর্জে উঠলেন গোর্খা নারীশক্তির মহিলারা

এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে দার্জিলিং চক বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ম্যাল পর্যন্ত যায়। সেখানে একটি বিক্ষোভ সভাও হয়

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ‘ভাজপা সরকার হায় হায়’, ‘ন্যায় না মেলা পর্যন্ত চলবে আন্দোলন’। সাদা কাগজে কালো কালীতে লেখা পোস্টার। আর মোদি সরকারের (Modi government) পদক্ষেপহীন রাজনীতির বিরুদ্ধে জবাব তুলে গর্জে উঠলেন দার্জিলিং পাহাড়ে প্রতিবাদ মিছিল করলেন ভারতীয় গোর্খা নারীশক্তির মহিলারা। বুধবার মণিপুরের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে পাহাড়ে বিজেপির বিরুদ্ধে আরও এক আন্দোলনের সূচনা হল। প্রশ্ন উঠল প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও।

আরও পড়ুন-বৃত্তির টাকা যেন পড়ে না থাকে

পাহাড়ের রাস্তা ধরে এগিয়ে চলা প্রতিবাদ মিছিল, অবস্থান, গোটা দেশের সঙ্গে হাত মিলিয়ে গোর্খা নারীশক্তির মহিলাদের এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন বহু পুরুষও। এদিনের ঘটনা প্রমাণ করে দিল বিজেপির অরাজকতা, মৌনতা সহ্য করবে না মানুষ। এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে দার্জিলিং চক বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ম্যাল পর্যন্ত যায়। সেখানে একটি বিক্ষোভ সভাও হয়। মণিপুরে সদ্য ঘটে যাওয়া ঘটনায় আলোড়ন পড়েছে গোটা দেশ জুড়ে।

আরও পড়ুন-পুজোর আগেই এলইডি আলোতে সাজবে জলপাইগুড়ি

এই ঘটনার জন্য বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একপ্রকার নিন্দা প্রস্তাব নিয়ে আসেন পাহাড়ের মহিলারা। ভারতীয় গোর্খা নারী শক্তির পক্ষ থেকে সিলোরা নামচি বলেন, মণিপুরে যে ঘটনা ঘটেছে তা মুখে আনার মতো না। এই ঘটনা কয়েকদিন হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার কোনও ব্যাবস্থা নেয়নি। তাই আমরা নারীজাতি প্রধানমন্ত্রীকে তীব্র ধিক্কার জানাচ্ছি। কেন্দ্রীয় সরকার কোনও ব্যাবস্থা না নিলে এরপর নারীরাই আইন নিজেদের হাতে তুলে নেবে।

Latest article