দুয়ারে পরিষেবা দেবে মোবাইল অ্যাপ

বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ একাধিক পরিষেবা মানুষদের দুয়ারে পৌঁছে দিতে এগিয়ে বালুরঘাট নামে একটি মোবাইল আপ চালু করতে চলেছে।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : পুরবাসীকে উন্নত পরিষেবা দিতে তৎপর পুরসভা। দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে চালু হচ্ছে মোবাইল অ্যাপ। এতদিন বালুরঘাট পুরসভার অধীনে থাকা বিভিন্ন ভবন, উৎসব-অনুষ্ঠানের জন্য বালুরঘাট পুরসভার ডাস্টবিন-জলের ট্যাঙ্কি বুকিং-এর মতো একাধিক পরিষেবা গ্রহণের জন্য বালুরঘাট শহরবাসীদের বালুরঘাট পুরসভার অফিসে যেতে হত। ফলে কর্মব্যস্ততার যুগে একদিকে পুর নাগরিকদের একদিকে যেমন সময় নষ্ট হত তেমনি বয়স্ক মানুষদের অসুবিধাও হত। এবার সে সমস্যার সমাধান হতে চলেছে।

আরও পড়ুন-মণিপুরের ঘটনায় নীরব কেন্দ্র, প্রতিবাদে শামিল গোটা রাজ্য,গর্জে উঠলেন গোর্খা নারীশক্তির মহিলারা

বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ একাধিক পরিষেবা মানুষদের দুয়ারে পৌঁছে দিতে এগিয়ে বালুরঘাট নামে একটি মোবাইল আপ চালু করতে চলেছে। যে আপের মাধ্যমে বালুরঘাট পুরসভার বিভিন্ন ভবন বুকিং, ডাস্টবিন-জলের ট্যাঙ্কি বুকিং, শহরের বিভিন্ন পার্কের টিকিট বুকিং-এর মতো সুবিধাগুলি মোবাইল আপের মাধ্যমেই বুকিং কারবার পাশাপাশি পুর পরিষেবা সম্পর্কিত নানাবিধ অভিযোগ জানাতে পারবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুরসভা সূত্রে খবর, মোবাইল অ্যাপ তৈরির কাজ শেষের পথে, খুব শীঘ্রই এই অ্যাপ বালুরঘাট পুরসভা চালু করতে চলেছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, পুর এলাকার বাসিন্দাদের উন্নত পরিষেবা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Latest article