২৯ জুলাই থেকে আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ উত্তরের সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Must read

সকাল থেকেই মেঘলা আকাশ। তবে বৃষ্টির পরিমান কম। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজকে বাংলার দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতও হবে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ উত্তরের সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন-দুয়ারে পরিষেবা দেবে মোবাইল অ্যাপ

জানা গিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দার্জিলিং,কার্শিয়াং, কালিম্পং, মালবাজার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ, দিনহাটা, ফালাকাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, চেপন, বারোবিশা, কুমারগ্রাম চত্বরে বৃষ্টি হবে। পরশু থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হওয়া অসম্ভব না।

আরও পড়ুন-মণিপুরের ঘটনায় নীরব কেন্দ্র, প্রতিবাদে শামিল গোটা রাজ্য,গর্জে উঠলেন গোর্খা নারীশক্তির মহিলারা

আজ বৃহস্পতিবার এবং আগামিকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত দক্ষিণের কোথাও সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন-পুজোর আগেই এলইডি আলোতে সাজবে জলপাইগুড়ি

২৯ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। শনিবার থেকে আগামী তিনদিন হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Latest article