মাতৃকালীন ছুটির মেয়াদ বৃদ্ধি করল সিকিম রাজ্য সরকার

বুধবার ‘সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসারস অ্যাসোসিয়েশন’-এ মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল।

Must read

মাতৃকালীন ছুটি (Maternity Leave) নিয়ে বড় সিদ্ধান্ত নিল সিকিম (Sikkim) সরকার। আদালত যদিও বহুবার আগেই জানিয়েছে, যে মাতৃত্বকালীন ছুটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। অগ্রাহ্য করলে সেটা মানবাধিকার বিরোধী কাজ বলে গণ্য করা হবে। বুধবার সিকিম এর মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানান এবার থেকে রাজ্য সরকারের মহিলা কর্মীরা (Government Staff) ১২ মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন। এছাড়া, পুরুষ কর্মীরা পাবেন এক মাসের পিতৃত্বকালীন ছুটি।

আরও পড়ুন-২৯ জুলাই থেকে আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বুধবার ‘সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসারস অ্যাসোসিয়েশন’-এ মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেখানেই মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানান, কর্মীদের সুবিধার্থে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। সিকিমের পুরনো আইনের হিসেবে ৬ মাস বা ২৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি দেওয়া হতো। এবার সেটা গিয়ে দাঁড়াচ্ছে এক বছরে।

আরও পড়ুন-দুয়ারে পরিষেবা দেবে মোবাইল অ্যাপ

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘সন্তান জন্মানোর পর সরকারি কর্মীরা সেই নবজাতক ও পরিবারের প্রতি আরও বেশি করে যত্নশীল হওয়ার জন্য ১৯৬১ সালের মেটারনিটি বেনিফিট অ্যাক্টে বদল এনে তা ১২ মাস বা ৫২ সপ্তাহ করা হচ্ছে। এই একই কারণে পুরুষকর্মীরা ১ মাস করে পিতৃত্বকালীন ছুটিও পাবেন। তাই কেউ চাইলে সেই সুবিধা নিতে পারবে।’

Latest article