শনিবার থেকে ভারী বৃষ্টি

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার সারাদিনই শহর কলকাতার একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি (Rainfall) হয়েছে। আবহাওয়া দফতরের খবর, শুক্রবারও একই পরিস্থিতি। শনিবার থেকে কিছুটা বদলাবে ছবিটা। শনিবার থেকে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির (Rainfall) সম্ভাবনা থাকছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে। তার আগে রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বা ভ্যাপসা গরম বজায় থাকবে। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে বৃহস্পতিবার বেশ কয়েকটি জেলায় ভাল বৃষ্টি হলেও শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরের জেলাগুলিতে। শুধুমাত্র জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টি কমবে। এরই মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আপাতত পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। নিম্নচাপের অভিমুখ রয়েছে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলের দিকে।

আরও পড়ুন- ভাঙড়়কে ঘিরে নতুন সাতটি থানা

Latest article