ভাঙড়়কে ঘিরে নতুন সাতটি থানা

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙড় (Bhangar police station) পরিদর্শনে এল কলকাতা পুলিশ (Kolkata Police)। ভাঙড় থানা এবং কাশীপুর থানা পরিদর্শন করেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। খুব শীঘ্রই ভাঙড়ের দায়িত্ব নিতে চলেছে কলকাতা পুলিশ। ভাঙড়, কাশীপুর এবং লেদার কমপ্লেক্স থানা ভেঙে ৭টি থানা তৈরি হতে চলেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো গোটা ভাঙড় এলাকা কলকাতা পুলিশের আওতাধীন হতে চলেছে। ফলে ভাঙড় থানা এবং কাশীপুর থানা এলাকা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হবে। এর জন্য বৃহস্পতিবার কলকাতা পুলিশের পদস্থ কর্তা-সহ লালবাজারের গুন্ডাদমন শাখার অফিসাররা ভাঙড় থানা (Bhangar police station) এবং কাশীপুর থানা পরিদর্শন করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড় থানা ভেঙে তিনটি থানা তৈরি হবে। কাশীপুর থানা ভেঙে দুটি থানা এবং লেদার কমপ্লেক্স থানা ভেঙে দুটি থানা। সর্বমোট ভাঙড়ে ৭টি থানা হতে চলেছে। আর এই সাতটি থানা নিয়ে একটি ডিভিশন তৈরি হবে। যার দায়িত্বে থাকবেন একজন ডিসি পদমর্যাদার অফিসার যিনি আইপিএস অফিসার হবেন। এর পাশাপাশি প্রতিটি থানায় একজন করে ইন্সপেক্টর দায়িত্বে থাকবেন।

আরও পড়ুন- ১৬ অগাস্টের মধ্যে রাজ্যে পঞ্চায়েতের সবক’টি বোর্ড গঠন

Latest article