প্রতিবেদন : আজ কলকাতা-সহ (Kolkata) রাজ্যের সর্বত্র পালিত হবে পবিত্র মহরম (Muharram)। মহরমের দিন শহরের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যাপক পুলিশি ব্যবস্থা করেছে প্রশাসন। কলকাতা পুলিশ সূত্রে খবর, শুক্রবার থেকেই রাস্তায় নেমে পড়েছেন পুলিশকর্মীরা। ওইদিন শহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রায় আড়াই হাজার পুলিশকর্মী। শনিবার মোতায়েন করা হচ্ছে চার হাজার দুশো পুলিশকর্মী। লোকাল থানার অফিসারদের যে যাঁর নিজের এলাকার দায়িত্বে থাকবেন। শহরের যেসব জায়গায় বড় শোভাযাত্রা (Muharram) বের হওয়ার কথা রয়েছে সেখানে দায়িত্বে রয়েছেন একজন ডিসি পদমর্যাদার অফিসার। শহরের স্পর্শকাতর এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। কোথাও সমস্যা দেখা দিলে যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় তার জন্য রিজার্ভ ফোর্সকেও প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া শহর জুড়ে টহল দিচ্ছে পুলিশের পেট্রোলিং টিম। শনিবার মোট পাঁচটি বড় তাজিয়া ও শোভাযাত্রা বেরনোর কথা রয়েছে শহরে। যে রাস্তা দিয়ে ওই শোভাযাত্রাগুলি যাবে সেই সব রাস্তায় প্রয়োজনে যান চলাচল নিয়ন্ত্রন করা হতে পারে। শিয়ালদায় (Sealdah) বাড়তি পুলিশি ব্যবস্থা রাখা হচ্ছে। এ ছাড়া গোটা মধ্য কলকাতায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন- কোনও জেট নয় একটা গোটা ট্রেনের মালিক লুধিয়ানার কৃষক! কীভাবে হল এমনটা