কোনও জেট নয় একটা গোটা ট্রেনের মালিক লুধিয়ানার কৃষক! কীভাবে হল এমনটা

Must read

বহু ধনী ব্যক্তিদের বর্তমান সময় নিজস্ব জেট রয়েছে তা আমারা প্রায় সকলেই জানি। কিন্তু ভারতেরই এক কৃষকের ব্যক্তিগত একটা আস্ত ট্রেন রয়েছে তা কি আমরা জানি? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। পাঞ্জাবের (Punjab) লুধিয়ানার এক কৃষকের একটি গোটা ট্রেন রয়েছে নিজের নামে। রেলের ভুলের কারণেই ওই ট্রেন আজ কৃষকের। দিনশেষে ট্রেনের (Swarna Shatabdi express) আয়ের অংশও ঠিক হাতে পেয়ে যান লুধিয়ানার ওই কৃষক।

কীভাবে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের মালিক হলেন লুধিয়ানার কৃষক?

সম্পূরণ সিং (Sampooran Singh) হলেন পাঞ্জাবের লুধিয়ানার (Ludhiyana) কাতানা গ্রামের বাসিন্দা। রেলওয়ে ২০০৭ সালে লুধিয়ানা-চণ্ডিগড় রুটে রেললাইন নির্মাণের কৃষকদের জমি কিনছিল। তখন সম্পূরণ সিংয়ের জমিও কিনেছিল রেল। কিন্তু সেই সময় জমির দাম দেওয়া হয়েছিল মাত্র ৪২ লক্ষ টাকা।  রেলের থেকে সম্পূরণ জমি বিক্রি বাবদ ১.০৫ কোটি টাকা দাবি করেছিলেন। তাঁর পাওনার পুরো টানা না পেয়ে ২০১২ সালে আদালতে ক্ষতিপূরণের দাবিতে মামলা করেন। তখন মামলার রায়ে জয়ী হন সম্পূরণ সিং। ২০১৫ সালে রেলকে সম্পূরণের বাকি টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে আদালত জানিয়ে দেয়, একর প্রতি ৫০ লক্ষ টাকা হিসেবে ক্ষতিপূরণ দিতে হবে। তবে নর্দার্ন রেল সম্পূরণ সিংকে সেই টাকা ফেরাতে ব্যর্থ হয়।

আরও পড়ুন- কেন্দ্রের উন্নয়নের আসল রিপোর্ট ফাঁস করে চাকরি গেল অধিকর্তার

সম্পূরণ সঠিক সময় ওই ক্ষতিপূরণ না পাওয়ায় আদালত তাঁর হাতে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস (Swarna Shatabdi express) তুলে দেয় আদালত। এই ট্রেনটি প্রতিদিন নয়াদিল্লি এবং অমৃতসর রুটে চলাচল করে। ২০১৭ সালেই ২০ কোচের স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের মালিকানা পান সম্পূরণ সিং। ট্রেনটি হাতে পাওয়ার পরই আইনজীবীর সঙ্গে লুধিয়ানা স্টেশনে গিয়েছিলেন তিনি। স্টেশনে ঢোকার পরে ট্রেনটিকে আবার গন্তব্যে রওনা করিয়ে দেন সম্পূরণ।  স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনের মালিকানা পাওয়ার পাশাপাশি আদালতের রায়ে লুধিয়ানা রেলওয়ের স্টেশন মাস্টারের দফতরও পেয়েছেন সম্পূরণ সিং। তবে এখনও শোনা যায়  এই মামলা আদালতে চলছে।

Latest article