গণপিটুনি নিয়ে সুপ্রিম নোটিশ

Must read

প্রতিবেদন: নরেন্দ্র মোদির জমানায় দেশ জুড়ে মুসলিম (Muslim) সম্প্রদায়ের উপর গণপিটুনি, সামাজিক বৈষম্য ও অত্যচারের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সেভাবে কোনও শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। এইসব ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়, তার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে দায়ের হয় জনস্বার্থ মামলা। ওই মামলার শুনানি গ্রহণে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন নামে মহিলাদের একটি সংগঠন এই পিটিশনটি দায়ের করেছে। ওই পিটিশনে বলা হয়েছে, স্বঘোষিত গো-রক্ষকরা মিথ্যা অভিযোগে মুসলিমদের বিরুদ্ধে হিংস্র-আচরণ করছে। তাদের গণপিটুনিতে একাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বহুক্ষেত্রে স্রেফ গুজব বা ভুয়ো প্রচার ছড়িয়ে এই ধরনের হিংসাত্মক ঘটনাগুলি ঘটানো হচ্ছে। এগুলি যথাযথভাবে মোকাবিলা করার জন্য শীর্ষ আদালতের ২০১৮ সালে দেওয়া রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যগুলিকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হোক। গণপিটুনির শিকার হওয়া পরিবারগুলির জন্য অবিলম্বে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে আবেদনে। শুক্রবার বিচারপতি বি আর গাভাই এবং জেবি পারদিওয়ালার বেঞ্চ ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেনের দায়ের করা জনস্বার্থ মামলায় নোটিশ জারি করেছে। ওই পিটিশনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত (Supreme Court) এদিন কেন্দ্র ও ছটি রাজ্য এবং পুলিশের প্রতিক্রিয়া জানতে চেয়েছে। শীর্ষ আদালত এদিন যে ছটি রাজ্যের বিরুদ্ধে নোটিশ জারি করেছে সেগুলি হল মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, ওড়িশা, রাজস্থান এবং বিহার। পাশাপাশি কেন্দ্র এবং পুলিশকেও নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়া রাজ্যগুলির মধ্যে তিনটিই বিজেপি-শাসিত রাজ্য।

আরও পড়ুন- ইন্ডিয়ার ধাক্কায় এনডিএ-র নাম বদলে তৎপরতা

Latest article