নয়াদিল্লি: নমামি গঙ্গে প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী বারবার প্রচার করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এই প্রকল্পের উপর বাড়তি গুরুত্ব দিয়ে তিনি প্রচারের আলোয় এসেছেন। গঙ্গাকে দূষণমুক্ত করতে ঢালাও প্রচার হয়েছে বিজেপির তরফেও মোদি সরকারের গুণগান গেয়ে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া তথ্য তার উল্টো চিত্রই তুলে ধরল। তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী এবং কংগ্রেস সাংসদ কার্তি পি চিদাম্বরম এর প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু জানিয়েছেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতাধীন মোট ৪৪২টি প্রকল্পের মধ্যে এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়েছে মাত্র ২৫৪টি প্রকল্প। ফলে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অগ্রগতি নিয়েই উঠছে প্রশ্ন।
আরও পড়ুন-ভাইরাল ভিডিওকাণ্ডে মণিপুরে সিবিআইয়ের হাতে গ্রেফতার ১০
২০১৪ সালের জুনে নমামি গঙ্গে প্রকল্পের সূচনা করা হয়। প্রাথমিকভাবে এই প্রকল্পের মেয়াদ স্থির করা হয় ২০২১-এর ৩১ মার্চ। ২০১৪-১৫ থেকে ২০২০-২১ পর্যন্ত সময়ের জন্য বাজেট বরাদ্দ করা হয় ১৩,৬২৪.৮৬ কোটি টাকা। তারমধ্যে ১০,২১৭.০২ কোটি টাকা বরাদ্দ করা হয় দেওয়া হয় জাতীয় গঙ্গা মিশনের জন্য। পরে কাজে অগ্রগতি না হওয়ায় কর্মসূচির মেয়াদ বাড়িয়ে ২০২৬-এর ৩১ মার্চ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন এখনও পর্যন্ত, মোট ৪৪২টি প্রকল্প নেওয়া হয়েছে যার আনুমানিক ব্যয় ৩৭৩৯৫.৫১ কোটি টাকা। রাজ্যগুলির জন্য নমামি গঙ্গে প্রকল্পে আলাদা করে কোনও বরাদ্দ করা হয় না বলে জানিয়েছেন বিশ্বেশ্বর টুডু। তিনি লিখিত জবাবে জানিয়েছেন, মোট ৩২,৮৯৭.৮৩ কোটি টাকা ব্যায়ে ৪৪২টি প্রকল্প করার কথা রয়েছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, পলিনিষ্কাশন প্রকল্পের খাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২৭টি প্রকল্পকে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার যার মধ্যে মাত্র ১১টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।